Advertisment

'উনি দলে থাকাতে কী লাভ হয়েছে?', 'বিদায়' নিয়ে তথাগতকে কটাক্ষ দিলীপের

তথাগতকে 'পাগলা দাশু'র সঙ্গে তুলনা করেছেন কুণাল ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Bypolls 2021 Results

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে টুইটবাণে বিদ্ধ করলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল।

'বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি' লিখে টুইট করে পদ্মশিবির ছাড়ার জল্পনা বাড়িয়েছেন তথাগত রায়। শনিবার সাতসকালে তথাগতর টুইট ঘিরে বঙ্গ বিজেপির অন্দরে তোলপাড়। শনিবারের বারবেলায় তথাগতর টুইট প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, "উনি দলে থাকাতেই বা পার্টির কী লাভ হয়েছে। আমার জানা নেই!"

Advertisment

একুশের নির্বাচনে বিজেপির ভরাডুবির পর যে নেতাকে সবচেয়ে বেশি আক্রমণ করছেন তথাগত, সেই দিলীপ ঘোষই তাঁর পার্টিতে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ এদিন তথাগতর টুইট প্রসঙ্গে বলেন, "ওঁর ব্যাপারে আমার কোনও মাথাব্যথা নেই। উনি কী করবেন সেটা উনি বুঝবেন। ওঁকে নিয়ে ভাবার সময় আমার নেই। আমি আমার দল ও দলের কর্মীদের নিয়ে ভাবি।"

তাহলে কি তথাগতকে দলের সদস্য হিসাবেই মনে করেন না দিলীপ! এদিন সংবাদমাধ্যমকে দিলীপ বলেন, "উনি একটা সময় পার্টি করতেন। তখন আমি দলের দায়িত্বে ছিলাম না। যখন রাজ্য় সভাপতি হই উনি তখন রাজ্যপাল। এক সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। এখন উনি কী করছেন তা সবাই দেখতে পাচ্ছে। উনি দলে থাকাতেই কী লাভ হচ্ছে! আমার জানা নেই।"

আরও পড়ুন বিজেপিকে বিদায় জানাচ্ছেন তথাগত! শনিবার সাতসকালে জল্পনা বাড়াল টুইট

এদিকে, এদিন তথাগতর টুইটবোমার পর কটাক্ষ করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি লেখেন, "বাংলার রাজনৈতিক বিনোদন জগতে এ এক অপূরণীয় সাময়িক ক্ষতি। তিনি যে দক্ষতায় দর্শককে হাসাতেন, তাঁর অবদান মানুষ মনে রাখবেন। পাগলা দাশুর নাটকে 'আবার সে এসেছে ফিরিয়া'-র মতো সংলাপের অপেক্ষায় থাকব। তবে কামিনী অংশ বাদ দিলেও কাঞ্চন অংশে সিবিআই, ইডির তদন্তের দাবি থাকলই।"

কুণালকে পাল্টা টুইটেই জবাব দিয়েছেন তথাগত রায়। লিখেছেন, "সারদা চুরির মামলায় এবং মুখ্যমন্ত্রীর গ্রেপ্তার দাবি করে বহুকাল জেলে। তাই এখন কোথায়, কীভাবে আছেন তা নিয়ে একটু সংশয় ছিল। জামিনে খালাস আছেন জেনে ভালো লাগলো।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kunal Ghosh dilip ghosh Tathagata Roy bjp
Advertisment