/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/03/EC-1.jpg)
বাংলায় প্রথম দফা ভোটের ৩ দিন আগে রাজ্য সফরে কমিশনের ফুল বেঞ্চ। আগামি ২৭ তারিখ জঙ্গলমহল দিয়ে বাংলায় ভোট যজ্ঞ শুরু হবে। জানা গিয়েছে ৮ দফা ভোট গ্রহণের প্রথম দফায় রাজ্যেই উপস্থিত থাকবে কমিশনের ফুল বেঞ্চ। ২৮ মার্চ উত্তরবঙ্গ ছাড়বেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা-সহ তাঁর টিম। মঙ্গলবার নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ ৬ সদস্যের একটি দল উত্তরবঙ্গে পৌঁছয়। উত্তরবঙ্গের ৮ জেলার জেলাশাসক এবং এসপিদের সঙ্গে বৈঠকের পর ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গেও আলোচনা করবেন তাঁরা।
এ রাজ্যে বিধানসভা ভোট অবাধ ও সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা নিয়ে সব থেকে বেশি সরব হয়েছেন বিরোধীরা। এরই মধ্যে নন্দীগ্রামের বিরুলিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়া থেকে বর্ধমানের রসিকপুরে শিশুমৃত্যুর ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। নির্বাচন কমিশনার সুনীল আরোরা শেষ মুহূর্তে কী ‘দাওয়াই’ দেন, সে দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। ভোট বিশ্লেষকেরা মনে করছেন, পুলিশ এবং প্রশাসনের ভূমিকা নিয়ে যে অভিযোগগুলি উঠছে, তা খতিয়ে দেখার পর কড়া পদক্ষেপ করতে পারে কমিশনের ফুল বেঞ্চ। পাশাপাশি প্রথম অদফার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করা চ্যালেঞ্জ হবে শাসক দলের কাছে। কারণ শনিবার ভোটে সামান্যতম হিংসার দায় গিয়ে পড়বে তাঁদের ওপরেই।
ভোটে হিংসা রুখতে আগেই কড়া বার্তা দিয়েছিলেন কমিশনের কর্তারা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে, ফের এক বার রাজ্যের ভোট পরিস্থিতি খতিয়ে দেখতে চান তাঁরা। আইন-শৃঙ্খলার বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাজ্যে ২ জন পুলিশ পর্যবেক্ষক এবং এক জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তাঁদের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করতে পারেন কমিশনার। এ বার প্রতি দফাতেই রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হতে চলেছে। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ৮০০ বাহিনী থাকতে পারে।