Advertisment

সেপ্টেম্বরের শেষ দিকে রাজ্যের ৭ আসনে নির্বাচনের সম্ভাবনা

বাংলার ৭ আসনে তড়িঘড়ি ভোট চেয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেও একই আবেদন জানিয়েছিলেন তৃণমূলের নেতারা৷

author-image
IE Bangla Web Desk
New Update
Bengal byelection in four seat will be held in 30 october

জাতীয় নির্বাচন কমিশনের দফতর

সম্ভবত সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাজ্যের ৭ আসনে নির্বাচন হতে পারে৷ পশ্চিমবঙ্গের এই ৭টি আসনে ভোট নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য নির্বাচনী আধিকারিকদের একপ্রস্থ আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷ এমনকী ৭ বিধানসভা আসনে নির্বাচন প্রসঙ্গে নবান্নের কর্তাদের সঙ্গেও নির্বাচনী আধিকারিকদের আলোচনা এগিয়েছে৷

Advertisment

করোনাকালে রাজ্যের ৭ আসনে নির্বাচন নিয়ে জলঘোলা চলছে বেশ কিছুদিন ধরেই৷ কোভিড প্রোটোকল মেনে তড়িঘড়ি নির্বাচন করানো নিয়ে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের প্রতিনিধি দল৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ৫ নভেম্বরের মধ্যে যে কোনও একটি কেন্দ্র থেকে ভোটে জিতে আসতেই হবে৷ তা না হলে সাংবিধানিক সংকট অনিবার্য৷ ভবানীপুর, খড়দহ, শান্তিপুর, গোসাবা, দিনহাটায় হবে উপনির্বাচন৷ মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে৷

অতিমারীর পরিস্থিতি অব্যাহত থাকায় এখনও পশ্চিমবঙ্গের এই ৭ আসনে নির্বাচন ঠিক কবে হবে, তা নিয়ে স্থির কোনও সিদ্ধান্তে আসতে পারেনি নির্বাচন কমিশন৷ গত কয়েক সপ্তাহ ধরে বাংলার এই ৭ আসনে ভোট করানো নিয়ে জোরদার সওয়াল করে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও ভোট করানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেলতেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্বাচন নিয়ে ঢিলেমির অভিযোগ তুলেছে তৃণমূল৷ এব্যাপারে কেন্দ্রের শাসকদল বিজেপিকেই কাঠগড়ায় তুলেছে জোড়াফুল শিবির৷

আরও পড়ুন- মমতার ভূয়সী প্রশংসা, রোমে বিশ্ব শান্তি বৈঠকে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী

করোনা বিধি মেনে নির্বাচন করানোর দাবি নিয়ে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে তৃণমূল৷ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য-বিধি মেনে ভোট পরিচালনা নিয়ে কমিশনের কর্তাদের আবেদন করেন তৃণমূল নেতারা৷ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গেও দেখা করেছিল তৃণমূলের প্রতিনিধি দল৷ দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিশনের দফতরে যান তৃণমূল নেতারা৷ পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন করানোর তোড়জোড় চলছে বলে তৃণমূল নেতৃত্বকে জানিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ সূত্রের খবর, এবার জাতীয় নির্বাচন কমিশনও বাংলার ৭ আসনে ভোট নিয়ে সক্রিয় হয়েছে৷ সেপ্টেম্বরের শেষে রাজ্যে ৭ বিধানসভা আসনে ভোটের সম্ভাবনা রয়েছে। ৫ বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন৷ বাকি ২ কেন্দ্রেও ভোট হতে পারে সেপ্টেম্বরের শেষ দিকে৷

উল্লেখ্য, ভবানীপুরের জয়ী তৃণমূল প্রার্থী পদত্যাগ করায় আসনটি ফাঁকা হয়েছে৷ সম্ভবত ওই কেন্দ্র থেকেই এবার ভোটে দাঁড়াতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এছাড়াও শান্তিপুর ও দিনহাটার বিজেপি বিধায়করাও পদত্যাগ করায় ওই দুই আসনে উপনির্বাচন হবে৷ এছাড়াও খড়দহ ও গোসাবার জয়ী প্রার্থীর মৃত্যুর ফলে আসন ফাঁকা হওয়ায় উপনির্বাচন করতে হবে কমিশনকে৷ ভোটের আগেই প্রার্থীর মৃত্যুতে নির্বাচন প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের দুই কেন্দ্রে৷ সামশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনেও বাকি পাঁচ কেন্দ্রের সঙ্গেই ভোটগ্রহণ হবে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee election commission West Bengal Election
Advertisment