Advertisment

'বিজেপিতে যাওয়া ভুল ছিল', স্বীকার করে তৃণমূলে 'ঘরওয়াপসি' রাজীবের

"আমি ভুল করেছি, আর কেউ যেন সেই ভুল না করে।"

author-image
IE Bangla Web Desk
New Update
EX Bengal Minister Rajib Banerjee quits BJP, returns to TMC after 9 months

রাজীব বন্দ্যোপাধ্যায়।

জল্পনা ছিলই। সেটাই সত্যি করে রবিবার আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ঘরওয়াপসি হল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ৯ মাসের মাথায় তৃণমূলে ফিরলেন। দলে ফিরেই রাজীবের ভুল স্বীকার, "আমি প্রণাম করি, সম্মান জানাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমি স্বীকার করছি আমি ভুল করেছিলাম। রাগ, জেদ, অভিমান থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম। সেদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ৮ ঘণ্টা ধরে বুঝিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বারণ করেছিলেন। আমি তাও গিয়েছিলাম।"

Advertisment

রাজীব এদিন অভিষেকের সভায় তৃণমূলের পতাকা হাতে নেন। তিনি আরও বলেন, "আমি অনুতপ্ত। আমাকে ভুল বোঝানো হয়েছিল। আমাকে নানারকম কথা বলা হয়েছিল, স্বপ্ন দেখানো হয়েছিল। আমি ভুল করেছি, আর কেউ যেন সেই ভুল না করে।" প্রসঙ্গত, বাংলায় একুশের নির্বাচনের আগে তৃণমূল ছাড়েন রাজীব। ডোমজুড়ের প্রাক্তন বিধায়ক বিধানসভার অধ্যক্ষকে ইস্তফা পত্র দিয়ে নেত্রী মমতার ছবি নিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছিলেন।

তার কয়েকদিন পরেই রাজীব-সহ প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রুদ্রনীল ঘোষদের চার্টার্ড বিমানে করে দিল্লি নিয়ে যায় বিজেপি। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন রাজীবরা। তারপর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর ধীরে ধীরে বেসুরো হতে শুরু করেন রাজীব। কখনও ঘনিষ্ঠ মহলে, কখনও প্রকাশ্যে বিজেপির রণনীতি, নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন। নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও।

আরও পড়ুন তৃণমূলের ‘অহেতুক’ বিরোধিতায় বিজেপি! নেপথ্যে কোন কৌশল?

মাঝে একদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে যান রাজীব। তখন থেকেই জল্পনা গাঢ় হয় রাজীবের তৃণমূলে প্রত্যাবর্তনের। তারপর অগস্ট মাসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে যান রাজীব। সেখানে অভিষেকের সঙ্গে রাজীবের আধ ঘণ্টার উপরে বৈঠক হয়। তখন থেকেই জল্পনা ছিল দলে ফিরতে পারেন রাজীব।

ভোটের আগে নাটকীয়ভাবে তৃণমূল ছেড়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। চার্টার্ড উড়ানে ধরে দিল্লিতে গিয়ে অমিত শাহের উপস্থিতিতে যোগ দেন পদ্ম শিবিরে। এরপর প্রচারে তৃণমূলের বিরুদ্ধে রণংদেহী মেজাজে দেখা গিয়েছে তাঁকে। নিশানা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় নিজেই ভোটে পরাজিত হন। এরপরই ভিন্ন সুরে বাজতে শুরু করেন দলবদলু এই নেতা। ৯ মাসের বৃত্ত সম্পূর্ণ করে রবিবার ফের ঘরে ফিরলেন মমতার একদা স্নেহধন্য রাজীব।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

abhishek banerjee tmc Rajib Banerjee bjp
Advertisment