একুশের ভোটযুদ্ধে রাজ্যের কৃষকদের কেন্দ্রের পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে বঞ্চনার অভিযোগে তৃণমূলকে একাধিক বার নিশানা করে বিজেপি। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রী, বড়-মাঝারি-ছোট সমস্ত নেতা-নেত্রী বারবার সরব হন, রাজ্য সরকারের রাজনীতির জন্য কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন বাংলার কৃষকরা। নরেন্দ্র মোদী প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলেই বাংলার কৃষকদের ১৮ হাজার টাকা করে সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। এবার সেই কেন্দ্রীয় প্রকল্পের টাকা নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, "পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে কৃষকদের নাম পোর্টালে তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন কৃষকদের ১৮,০০০ টাকা করে দেওয়া হবে। প্রধানমন্ত্রী ভোটের আগে এ কথা বলেছিলেন, এবার কৃষকদের টাকা দিন।" প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে এসে হুগলির হরিপালের সভায় মোদী দাবি করেছিলেন, রাজ্যে বিজেপি সরকার গড়বে। আর নতুন বিজেপি সরকারের জন্য রাজ্য সরকারি কর্মীদের এখন থেকেই কাজ শুরু করে দিতে বলেছিলেন তিনি। মোদি বলেছিলেন, "রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই কৃষকদের সুবিধা দানের সিদ্ধান্ত নেওয়া হবে।"
প্রধানমন্ত্রীর দাবি ছিল, পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা এ রাজ্যের কৃষকরা পাননি। বিজেপি ক্ষমতায় এলেই দুর্গাপুজোর আগে এই প্রকল্পে গত তিন বছরে যে টাকা কৃষকরা পাননি, সেই ১৮ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে। তখনই তিনি কৃষকদের নামের তালিকা তৈরির কাজ শুরু করতে বলেছিলেন সরকারি কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার মুখ্যমন্ত্রী পদে বসেই এই মর্মে মোদীকে চিঠি দিলেন। প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেছেন, "২১,৭৯ লক্ষ কৃষকের নাম পোর্টালে তোলা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছিলেন, পিএম কিষাণ সম্মাননিধিতে সব কৃষকদের ১৮ হাজার টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী এবার কথা রাখুন। সব কৃষকদের নামের তালিকা পোর্টালে রয়েছে।" তাঁর দাবি, "রাজ্যের কৃষকবন্ধু প্রকল্পে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন ৫৭.৬৭ লক্ষ কৃষক।"