বিধায়ক জনতার নেতা, উন্নয়নের কাজে ভেদাভেদ চলবে না, ফের বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন দলের বিধায়ককে রং না দেখে কাজ করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

এদিন দলের বিধায়ককে রং না দেখে কাজ করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

উন্নয়নের কাজে ‘দলবাজি’ তিনি মানবেন না, এর আগেও একাধিকবার এই বার্তা দিয়ে দলের নেতাদের একাংশকে ‘সাবধান’ করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বুধবার ফের একবার সেই মেজাজেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী৷ বিধায়ক নির্বাচিত হলে সবার জন্য কাজ করে যেতে হবে, কোনও ভেদাভেদ রাখলে চলবে না, দলেরই এক বিধায়ককে এদিন সবক শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisment

বুধবার নবান্নে তফশিলি অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একে একে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর মন্দিরবাজারের তৃণমূল বিধায়ক জয়দেব হালদারের পালা আসে৷ তিনিও তাঁর এলাকার উন্নয়নে আরও কয়েকটি প্রকল্পের আবদার জোড়েন মুখ্যমন্ত্রীর কাছে৷ রাজ্য সরকারের নানা প্রকল্পের সুযোগ-সুবিধা তাঁর এলাকার বাসিন্দারা পাচ্ছেন বলে জানান জয়দেব হালদার৷ তবে কয়েকটি ক্ষেত্রে এখনও কিছু অভিযোগ রয়ে গিয়েছে বলে তিনি মুখ্যমন্ত্রীকে জানান৷ জবাবে মুখ্যমন্ত্রী জয়দেব হালদারকে বলেন, ‘‘ভুল করলে সংশোধন করো৷ তুমি জনতার নেতা৷ বিধায়ক হলে কে তোমার লোক কে তোমার লোক নয়, সেটা দেখার দরকার নেই৷ নেতাকে সবার জন্য কাজ করতে হবে৷ তোমার কাছে সবাই সমান৷ তুমি কাউকে এবিসিডি গ্রুপ করবে না৷ সবার জন্য ভাবতে হবে৷’’

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে তফশিলি, আদিবাসীদের জন্য তাঁর সরকার কী কী কাজ করেছে, তার একটি খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ এরপর একে একে কাউন্সিলের সদস্য থাকা বিধায়ক ও অন্যদের সঙ্গে সরাসরি কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে বিধায়করাও তাঁদের এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন৷ সাধ্যমতো সেই সব সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী৷

Advertisment

আরও পড়ুন- তফশিলিদের জন্য পাকা বাড়ি, ড্রোন দিয়ে সার্ভে করবে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

অন্যদিকে, নার্সিংয়ের ক্ষেত্রে আরও বেশি চাকরি দিতে পারে রাজ্য সরকার৷ বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে খোদ এই ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন নবান্নে তফশিলি জাতি অ্যাডভাইসরি কাউন্সিলের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তফশিলি জাতি অ্যাডভাইসরি কাউন্সিলের সদস্য মমতাবালা ঠাকুরের একটি মন্তব্যের প্রেক্ষিতে জবাব দিতে গিয়ে রাজ্যে নার্সিংয়ের ট্রেনিং থাকা সত্ত্বেও এখনও কতজনের চাকরি হয়নি সেব্যাপারে খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে প্যাথোলজিক্যাল ও ল্যাব ট্রেনিং থাকা সত্ত্বেও কারা এখও চাকরি পাননি তার একটি তালিকা চেয়েছেন মুখ্যমন্ত্রী৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee Nabanna