নবদ্বীপের পর এবার রাঙামাটি ও জঙ্গলমহলে পরিবর্তন যাত্রার সূচনা করতে ফের রাজ্যে পা রাখছেন জে পি নাড্ডা। মঙ্গলবার বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। প্রথমেই তিনি যাবেন বীরভূমের তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাবেন নাড্ডা। বেলা ১২.৩০টায় পুজো সেরে বীরভূমের চিল্লার মাঠ থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। দাপুটে নেতা তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গড়ে বিজেপির এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
একনজরে দেখে নিন নাড্ডার এদিনের কর্মসূচি-
১২.৩০- তারাপীঠ মন্দিরে পুজো
দুপুর ১টা- চিল্লার মাঠে পরিবর্তন যাত্রার সূচনা
দুপুর ২টো- সাধক বামাক্ষ্যাপা মূর্তিতে মাল্যদান
বিকেল চারটেয়- লালগড়ে সজীব সংঘ ময়দান থেকে পরিবর্তন যাত্রার সূচনা
বিকেল ৪.৩০- সিধু এবং কানহোর মূর্তিতে মাল্যদান
বিকেল ৫.১৫- ঝাড়গ্রামে জনসভা
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি নবদ্বীপ থেকে প্রথম পরিবর্তন যাত্রার সূচনা করেন নাড্ডা। নবদ্বীপের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারকে প্রবল আক্রমণ করেন বিজেপির জাতীয় সভাপতি। তাঁর দাবি, ‘আজ থেকে দশ বছর আগে পরিবর্তনের স্লোগান তুলে মা-মাটি-মানুষের সরকার গড়ার ডাক দিয়েছিলেন মমতা দিদি। কিন্তু এখন সেই মা অপমানিত, মানুষ অত্যাচারিত। বাংলার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন মমতা। তাই রাজ্যে পরিবর্তন চাই। এই পরিবর্তন শুধু সরকারের নয়, রাজনৈতিক ভাবধারার পরিবর্তন। সুস্থ সংস্কৃতি ফিরবে রাজ্যে। মানুষ এখন জেগে উঠেছে। বাংলার মানুষ ঠিক করে নিয়েছেন এই সরকার বদল করবে।’