Advertisment

বার্নপুরে চা-চক্রে তুলকালাম! দিলীপকে ঘিরে ধরে 'খেলা হবে' স্লোগান তৃণমূলের

চা-চক্র শেষ করে ফেরার সময় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
Dilip Ghosh

প্রাতঃভ্রমণে এসে চা-চক্রে আড্ডা জমান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ফাইল ছবি

সাতসকালের চা-চক্রে তুলকালাম কাণ্ড! দিলীপ ঘোষকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল বার্নপুরে। প্রাতঃভ্রমণে এসে চা-চক্রে আড্ডা জমান বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। সেই চা-চক্রে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও। আর সেখানেই বাধে তুলকালাম।

Advertisment

এদিন ফুরফুরে মেজাজে চা-চক্র চলছিল। উপস্থিত ছিলেন বেশ কয়েকজন সাংবাদিক। পশ্চিম বর্ধমানের আসানসোলের বার্নপুরে বুধবার সকালে চা-চক্রে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। আচমকা সেই চা-চক্রে কয়েকজন তৃণমূল সমর্থক খেলা হবে স্লোগান দিতে থাকেন। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে।

চা-চক্রের অনুষ্ঠান শেষ করে ইস্কোর গেস্ট হাউসে ফিরছিলেন দিলীপ। তখন বার্নপুর বাসস্ট্যান্ডের কাছে তাঁর গাড়ির সামনে 'খেলা হবে' স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে। পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরাও তৃণমূলের উদ্দেশে স্লোগান দিতে থাকেন। যদিও স্লোগান দেওয়া কথা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

দিলীপ ঘোষের উদ্দেশে খেলা হবে স্লোগান দিতেই পাল্টা বিজেপি কর্মী-সমর্থকরা 'জয় শ্রী রাম' ধ্বনি দিতে থাকেন। পরিস্থিতি সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে। এদিন চা-চক্র রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তোপ দাগেন দিলীপ ঘোষ। তাঁর কটাক্ষ, "রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। চারদিকে খুনখারাপি চলছে, কেউ গোয়া, কেউ ত্রিপুরা তো কেউ দিল্লি গিয়ে বসে আছেন। বাংলার মানুষের কী হবে?"

আরও পড়ুন ‘মমতা সরকারের পথেই হাঁটছে কমিশন, সংবিধান মানুন’, কমিশনারকে সতর্ক করলেন রাজ্যপাল

এরপর চা-চক্র শেষ করে ফেরার সময় দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিক্ষোভ প্রসঙ্গে তাঁর বক্তব্য, "তৃণমূল মানেই গুন্ডাবাহিনী। বিনা কারণে তৃণমূলের লোকজন রাস্তা আটকে বিক্ষোভ দেখিয়েছে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Khela Hobe Jai Sri Ram dilip ghosh bjp tmc
Advertisment