Advertisment

KMC Election Results 2021 Updates: ১৩৪ ওয়ার্ডে জোড়া-ফুলের রমরমা, বিজেপি-৩, বাম-২, কংগ্রেস-২, নির্দল ৩

সবুজ আবীর উড়ছে গোটা তিলোত্তমায়।

author-image
IE Bangla Web Desk
New Update
kmc results 2021

কলকাতায় তৃণমূল কর্মী, সমর্থকদের উচ্ছ্বাল, উন্মাদনা। ছবি-পার্থ পাল

কলকাতার ছোট লালবাড়ি শাসন ফের তৃণমূলের হাতেই। মানুষের রায় ফের জয়ী জোড়া-ফুল।। ১৬টি বোরোই তৃণমূলের দখলে। ১৩৪টি ওয়ার্ড তৃণমূলের দখল করেছে। ৩টি এগিয়ে বিজেপি প্রার্থীরা, ২টিতে বামেরা, ২টিতে, কংগ্রেস ও ৩ কেন্দ্রে এগিয়ে নির্দল প্রার্থীরা। তবে এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের নিরিখে শতাংশের বিচারে বিজেপিকে পিছনে ফেলে দিয়েছে বামেরা।

Advertisment

বিপুল জয়ে উচ্ছ্বসিত জোড়-ফুলের নেতা, কর্মীরা। শহরজুড়ে উড়ছে সবুজ আবীর। জয় পেয়েছেন তৃণমূলের ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ, তারক সিং, জীবন সাহা সহ সব বিদায়ী বোর্ডের মেয়র পারিষদরা। অন্যদিকে গড় ধরে রেখেছেন বিজেপির মিনাদেবী পুরহিত ও বিজয় ওঝা। জিতেছেন সজল ঘোষ। জিতেছেন কংগ্রেসের সন্তোষ পাঠক। নির্দল প্রার্থীদের দখলে ৩টি আসন। কলকাতায় লাল-বাহিনীর ভোট বাড়ল। কমল বিজেপি। আসনের নিরিখে বিজেপির থেকে পিছিয়ে থাকলেও শতাংশের বিচারে গেরুয়া শিবিরকে টেক্কা দিল লাল ঝান্ডাধারীরা। বিপুল ভোট বেড়েছে তৃণমূলের।

জয়ের পর কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, 'মানুষের কাছে আমরা কৃতজ্ঞ। মূলত তিনটি কাজ সবার আগে করব। এডিবি-র অর্থে কলকাতার নিকাশীর উন্নতি করা হবে। কী কী কাজ করা হল বছরের একবার রিপোর্ট কার্ড পেশ করা হবে তৃণমূল বোর্ডের তরফে। এছাড়া 'যখন ডাকি-তখন পাই' কাউন্সিলরদের তা নিশ্চিৎ করতে হবে।'

বিপুল এই জয়কে ‘গণতন্ত্রের জয়’ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'মানুষের রায়ে BJP, CPM, Congress ভোকাট্টা-নো পাত্তা, আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।'

গত রবিবার কলকাতা পুরসভায় ভোট হয়। ১৪৪টি কেন্দ্রের ভোটে হিংসা, ছাপ্পা ভোট, রিগিং, বিরোধী দলের প্রার্থী, নেতা, কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। পুনর্নির্বাচনের দাবি তুলেছেন বিরধী দলনেতা শুভেন্দু অধিকারী। কোর্টে গিয়েছে বাম-বিজেপি। ২৩ তারিখ সেই মামলার শুনানি। তবে শাসক তৃণমূলের দাবি, মানুষের সমর্থন না পেয়েই শুরু থেকে ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলছেন বিরোধিরা।

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Dec 21, 2021 15:20 IST
    কলকাতায় কোন দলের কটা আসন ও প্রাপ্ত ভোটের হার

    কলকাতা পুরসভা ভোটে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিআইএম। এখনও পর্যন্ত বামফ্রন্টের বড় শরিকের প্রাপ্ত ভোট শতাংশ প্রায় ৯.৭ শতাংশ। এবার বামেদের আসন সংখ্যা ২। ২০১৫ সালে কলকাতার ভোটে বামেরা পেয়েছিল ১৫ আসন এবং প্রাপ্ত ভোট ছিল ১১.৭ শতাংশ। ১৪৪টির মধ্যে ৬৫টিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাম প্রার্থীরা। ১০ ওয়ার্জে দ্বিতীয় স্থানে তৃণমল।

    বিজেপি গতবার ভোটে পেয়েছিল ৭টি আসন। পরে দুই বিজেপি কাউন্সিলর তৃণমূলবে যোগ দেন। ফলে আসন সংখ্যা ছিল ৫টি। এবার সেই সংখ্যা আরও কমে হল ৩। প্রাপ্ত ভোট প্রায় ৯ শতাংশ। ৪৮ ওয়ার্ডে দ্বিতীয়স্থানে বিজেপি।

    কলকাতায় কংগ্রেস পেয়েছে ২টি আসন। প্রাপ্ত ভোটের হার প্রায় সাড়ে চার শতাংশের সামান্য বেশি। ১৬টি ওয়ার্ডে দ্বিতীয়স্থানে কংগ্রেস।

    ৩টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থীরা। ৪৩ নং ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী আশেষা কানিজ। ১৩৫ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ এবং ১৪১ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন নির্দল প্রার্থী পূর্বাশা নষ্কর।



  • Dec 21, 2021 15:19 IST
    কলকাতায় কোন দলের কটা আসন ও প্রাপ্ত ভোটের হার

    কলকাতা পুরসভা ভোটে শতাংশের বিচারে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিআইএম। এখনও পর্যন্ত বামফ্রন্টের বড় শরিকের প্রাপ্ত ভোট শতাংশ প্রায় ৯.৭ শতাংশ। এবার বামেদের আসন সংখ্যা ২। ২০১৫ সালে কলকাতার ভোটে বামেরা পেয়েছিল ১৫ আসন এবং প্রাপ্ত ভোট ছিল ১১.৭ শতাংশ। ১৪৪টির মধ্যে ৬৫টিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাম প্রার্থীরা। ১০ ওয়ার্জে দ্বিতীয় স্থানে তৃণমল।

    বিজেপি গতবার ভোটে পেয়েছিল ৭টি আসন। পরে দুই বিজেপি কাউন্সিলর তৃণমূলবে যোগ দেন। ফলে আসন সংখ্যা ছিল ৫টি। এবার সেই সংখ্যা আরও কমে হল ৩। প্রাপ্ত ভোট প্রায় ৯ শতাংশ। ৪৮ ওয়ার্ডে দ্বিতীয়স্থানে বিজেপি।

    কলকাতায় কংগ্রেস পেয়েছে ২টি আসন। প্রাপ্ত ভোটের হার প্রায় সাড়ে চার শতাংশের সামান্য বেশি। ১৬টি ওয়ার্ডে দ্বিতীয়স্থানে কংগ্রেস।

    ৩টি ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থীরা। ৪৩ নং ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী আশেষা কানিজ। ১৩৫ নং ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ এবং ১৪১ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন নির্দল প্রার্থী পূর্বাশা নষ্কর।



  • Dec 21, 2021 13:22 IST
    জয়ী কাজরী

    ৭৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। আজ থেকে পুরপরিষেবা দেওয়া কাজে তিনি লেগে পড়বেন বলে জানিয়েছেন কাজরীদেবী।

    ছবি- পার্থ পাল



  • Dec 21, 2021 13:10 IST
    জয়ী ফিরহাদ

    ১৪,৮৬৭ ভোটের ব্যবধানে ৮২ নম্বর ওয়ার্ডে জয়ী ফিরহাদ হাকিম।



  • Dec 21, 2021 12:47 IST
    তৃণমূলী উচ্ছ্বাস

    ব্যাপক জয় তৃণমূলের। দেখুন তৃণমূল কর্মী, সমর্থকদের উচ্ছ্বাসের কোলাজ।

    ছবি- শশী ঘোষ



  • Dec 21, 2021 12:40 IST
    মাথা নত করে কাজ করব'

    তৃতীয়বারের জন্য কলকাতা পুরনিগমের ক্ষমতায় তৃণমূল। বিপুল এই জয়কে ‘গণতন্ত্রের জয়’ বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয়স্তরেরও এই জয় প্রভাব ফেলবে বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল উন্নয়নের যে দাবি করেছে তা চোখে দেখা গিয়েছে, তাই মানুষ জোড়া-ফুলের উপর আস্থা রেখেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পড়ুন বিস্তারিত



  • Dec 21, 2021 11:49 IST
    তৃণমূলের উচ্ছ্বাস

    মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের চিত্র।



  • Dec 21, 2021 11:25 IST
    কোন প্রার্থী কোথায় এগিয়ে?

    ৫১ নম্বর ওয়ার্ডে জয়ী ইন্দ্রনীল কুমার

    ৬৬ নম্বর ওয়ার্ডে জয়ী ফৈয়াজ আহমেদ খান

    ৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর মুখোপাধ্যায়

    ১০৯ নম্বর ওয়ার্ডে জয়ী অনন্যা বন্দ্যোপাধ্যায়

    ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী কাকলি বাগ।

    ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রার্থী আবু মহম্মদ তারিক



  • Dec 21, 2021 11:22 IST
    নেতাজি ইন্ডোরের সামনে উত্তেজনা

    তৃণমূল সমর্থকদের সঙ্গে কমংগ্রেস কর্মী, সমর্থকদের বচসা, হাতাহাতি। তৃণমূল প্রার্থী শক্তি সিংয়ের অভিযোগ, জয়ী কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠকের পুত্র রোহিত পাঠকের নেতৃত্বে তাঁকে আক্রমণ করা হয়েছে। রড নিয়ে ঘুরছেন হাত শিবিরের প্রার্থী। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আশে।



  • Dec 21, 2021 11:12 IST
    ৬৮-তে জয়ী সুদর্শনা

    ৬৮ নম্বর ওয়ার্ডে জয় তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়ের 



  • Dec 21, 2021 10:52 IST
    জয়ী মালা রায়

    ৮৮ নম্বর ওয়ার্ডে ষষ্ঠবারের জন্য জয়ী তৃণমূলের মালা রায়।



  • Dec 21, 2021 10:49 IST
    সব বোরোই জোড়া-ফুলের দখলে

    ভোট গণনার প্রবণতা অনুযায়ী কলকাতা পুরসভায় ১৬টি বরোতেই এগিয়ে তৃণমূল।



  • Dec 21, 2021 10:47 IST
    জয়ী নির্দল

    ১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাজ



  • Dec 21, 2021 10:24 IST
    জয়ী মীনাদেবী পুরোহিত

    ২২ নম্বর ওয়ার্ড ধরে রাখল বিজেপি। ফের জিতলেন মীনাদেবী পুরোহিত।



  • Dec 21, 2021 10:22 IST
    পঞ্চনবারের জন্য জয়ী দেবাশিস কুমার

    ৯,৮৮৫ ভোটের ব্যবধানে ৮৫ নম্বর ওয়ার্ড থেকে পঞ্চমবারের জন্য জয় পেলেন তৃণমূলের দেবাশিস কুমার। এছাড়া, ৩৯ ও ১৩৯ মং ওয়ার্ডেও জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা।



  • Dec 21, 2021 10:07 IST
    বিরোধী ভোটের ভর কেন্দ্রে বদলের ইঙ্গিত?

    এখনও পর্যন্ত প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল পেয়েছে প্রায় ৭৪ শতাংশ ভোট। বিজেপি প্রায় ৮ শতাংশ। বামেদের প্রাপ্ত ভোট ৯.১ শতাংশ। বিরোধী ভোটের ভর কেন্দ্রে বদলের ইঙ্গিত?



  • Dec 21, 2021 10:04 IST
    জয়ী তারক সিং ও তাঁর পুত্র অমিত

    প্রায় ৮ হাজার ভোটে ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী তারক সিং। ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের অমিত সিং। তাঁর জয়ের ব্যবধান সাড়ে ৭ হাজার ভোট।



  • Dec 21, 2021 09:55 IST
    তৃণমূলের সেঞ্চুরি পার

    ১১৫ ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা।



  • Dec 21, 2021 09:45 IST
    ১৪০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী

    ১৪০ নম্ব ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আবু মহম্মদ তারিক। ৭,৫০০ ভোটের ব্যবধানে জয়ী। ১৩৭ -এ ১৩০০ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।



  • Dec 21, 2021 09:44 IST
    ১৪০ নং ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী

    ১৪০ নম্ব ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী আবু মহম্মদ তারিক। ৭,৫০০ ভোটের ব্যবধানে জয়ী। ১৩৭ -এ ১৩০০ ভোটে জয়ী কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।



  • Dec 21, 2021 09:30 IST
    কোন দল কতগুলি ওয়ার্ডে এগিয়ে

    কলকাতা পুরসভার ভোট গণনায় এখনও পর্যন্ত মোট ৯৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে, বাম প্রার্থীরা এগিয়ে ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি এবং নির্দল প্রার্থীরা ১টি ওয়ার্ডে লিড করছেন।



  • Dec 21, 2021 09:29 IST
    কোন দল কতগুলি ওয়ার্ডে এগিয়ে

    কলকাতা পুরসভার ভোট গণনায় এখনও পর্যন্ত মোট ৯৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিজেপি এগিয়ে ৪টি ওয়ার্ডে, বাম প্রার্থীরা এগিয়ে ২টি ওয়ার্ডে, কংগ্রেস ২টি এবং নির্দল প্রার্থীরা ১টি ওয়ার্ডে লিড করছেন।



  • Dec 21, 2021 09:27 IST
    ১৩১ নম্বরে এগিয়ে রত্না চট্টোপাধ্যায়

    ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। ২১৭৭ ভোটে এগিয়ে তিনি।



  • Dec 21, 2021 09:23 IST
    ৬৮-তে পিছিয়ে নির্দল প্রার্থী তনিমা চট্টোপাধ্যায়

    ৬৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূলের প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়। পিছিয়ে জোড়া পাতা প্রতীকে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করা তনিমা চট্টোপাধ্যায়। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমাদেবী।



  • Dec 21, 2021 09:21 IST
    ৩ ওয়ার্ডে এগিয়ে সিং পরিবার

    এগিয়ে রয়েছেন তারক সিং সহ তাঁর পুত্র ও কন্যা। ১১৮ নম্বর ওয়ার্ডে লিড করছেন তৃণমূল প্রার্থী ও বিদায়ী পুরবোর্ডের মেয়র পারিষদ তারক সিং। ১১৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে অমিত সিং। ১১৬ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তারক কন্যা কৃষ্ণা সিং।



  • Dec 21, 2021 09:07 IST
    এগিয়ে তৃণমূলের হেভিওয়েটরা

    কলকাতার ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে অতীন ঘোষ। ১৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে অনিন্দ্য রাউত। ৭৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়। ৮১ নম্বর ওয়ার্ডে এগিয়ে জুঁই বিশ্বাস। ৮২ নম্বর ওয়ার্ডে এগিয়ে ফিরহাদ হাকিম। ৮৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে দেবাশিস কুমার। ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল। ২ নম্বর ওয়ার্ডে এগিয়ে কাকলি সেন। ৭৯ নম্বর ওয়ার্ডে এগিয়ে রাম পেয়ারি রাম। ৮৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে মালা রায়। ৫৭ নম্বর ওয়ার্ডে এগিয়ে জীবন সাহা।



  • Dec 21, 2021 09:04 IST
    তিন ওয়ার্ডে এগিয়ে বিরোধিরা

    ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে বাম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির সজল ঘোষ। ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।



  • Dec 21, 2021 09:01 IST
    এগিয়ে বিজেপির মীনাদেবী

    ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির মীনাদেবী পুরোহিত।



  • Dec 21, 2021 08:50 IST
    তিন ওয়ার্ডে এগিয়ে বিরোধিরা

    ৯৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে বাম প্রার্থী মৃত্যুঞ্জয় চক্রবর্তী। ৫০ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপির সজল ঘোষ। ৪৫ নম্বর ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক।



  • Dec 21, 2021 08:42 IST
    শুরু থেকেই এগিয়ে তৃণমূল

    শুরু থেকেই কলকাতার বিভিন্ন ওয়ার্ডে এগিয়ে শাসক দল তৃণমূল। প্রথম রাউন্ডের গণনা শেষে ২, ৪, ৮, ১১, ২৩, ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা।



  • Dec 21, 2021 08:09 IST
    ভোট গণনা শুরু

    শুরু কলকাতা পুরভার ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা।



  • Dec 21, 2021 08:00 IST
    গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে দু’জন করে ডিসি। দু’একটি গণনাকেন্দ্রের দায়িত্বে আরও একজন অতিরিক্ত ডিসি। প্রত্যেক গণনাকেন্দ্রের দায়িত্ব থাকছে ২ জন ডেপুটি কমিশনারের উপর। থাকছেন ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৯ জন ইনস্পেকটর, ৩০ জন সাব ইনস্পেক্টর, ৪০ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, ৮ জন সশস্ত্র পুলিশ, ১১৮ লাঠিধারী পুলিশ, ৩০ জন ট্র্যাফিক পুলিশ, ১৮ জন মহিলা পুলিশ। থাকছে একটি পিসিআর ভ্যান। থাকছে কুইক রেসপন্স টিম, ফ্লাইন স্কোয়াড ও রিজার্ভ ফোর্সও। থাকবে ড্রোনের মাধ্যমেও নজরদারি।



  • Dec 21, 2021 07:56 IST
    গণনা কেন্দ্রে কড়া নিরাপত্তা

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে দু’জন করে ডিসি। দু’একটি গণনাকেন্দ্রের দায়িত্বে আরও একজন অতিরিক্ত ডিসি। প্রত্যেক গণনাকেন্দ্রের দায়িত্ব থাকছে ২ জন ডেপুটি কমিশনারের উপর। থাকছেন ৪ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ৯ জন ইনস্পেকটর, ৩০ জন সাব ইনস্পেক্টর, ৪০ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর, ৮ জন সশস্ত্র পুলিশ, ১১৮ লাঠিধারী পুলিশ, ৩০ জন ট্র্যাফিক পুলিশ, ১৮ জন মহিলা পুলিশ। থাকছে একটি পিসিআর ভ্যান। থাকছে কুইক রেসপন্স টিম, ফ্লাইন স্কোয়াড ও রিজার্ভ ফোর্সও। থাকবে ড্রোনের মাধ্যমেও নজরদারি।



  • Dec 21, 2021 07:44 IST
    মোট ১২টি জায়গায় ভোট গণনা

    কোন কেন্দ্রে কোন বোরোর গণনা-

    রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি (বোরো ১,২), নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (বোরো ৩,৪,৫,৬), কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম (বোরো ৭), ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (বোরো ৮), ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন হেস্টিংস, যোধপুর পার্ক বয়েজ স্কুল (বোরো ৯), যোধপুর পার্ক গার্লস স্কুল (বোরো ১০), যোধপুর পার্ক গার্লস হাই স্কুল (বোরো ১১), গীতাঞ্জলি স্টেডিয়াম ( উত্তর) (বোরো ১২), বরিশা হাই স্কুল (বোরো ১৩), ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ (বোরো ১৪), সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস (বোরো ১৫), জোকা ব্রতচারী বিদ্যাশ্রম (বোরো ১৬)।



  • Dec 21, 2021 07:44 IST
    মোট ১২টি জায়গায় ভোট গণনা

    কোন কেন্দ্রে কোন বোরোর গণনা-

    রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি (বোরো ১,২), নেতাজি ইন্ডোর স্টেডিয়াম (বোরো ৩,৪,৫,৬), কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম (বোরো ৭), ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন (বোরো ৮), ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেন হেস্টিংস, যোধপুর পার্ক বয়েজ স্কুল (বোরো ৯), যোধপুর পার্ক গার্লস স্কুল (বোরো ১০), যোধপুর পার্ক গার্লস হাই স্কুল (বোরো ১১), গীতাঞ্জলি স্টেডিয়াম ( উত্তর) (বোরো ১২), বরিশা হাই স্কুল (বোরো ১৩), ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ (বোরো ১৪), সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ ফর গার্লস (বোরো ১৫), জোকা ব্রতচারী বিদ্যাশ্রম (বোরো ১৬)।



  • Dec 21, 2021 07:41 IST
    সর্বাধিক ১৬ রাউন্ড গণনা

    রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, সর্বাধিক ১০টি টেবিলে মোট ১৬ রাউন্ডে গণনা সম্পন্ন হবে।



  • Dec 21, 2021 07:40 IST
    সকাল ৮টায় শুরু গণনা

    সকাল ৭টায় খোলা হয়েছে স্ট্রং রুম। ৮টায় শুরু হবে গণনা। প্রথমে হবে ইলেকশন পোস্টাল ব্যালট গণনা৷ তারপর শুরু হবে ইভিএম গণনা।



tmc bjp CONGRESS CPIM KMC KMC Elections KMC Poll 2021
Advertisment