Advertisment

বিজেপির চালে 'পোয়াবারো' মদন মিত্রের, বড় পদ পেলেন তৃণমূল বিধায়ক

Madan Mitra: পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণার পর প্রতিবাদে বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপির বিধায়করা। শুক্রবার সেই কমিটির গুলির নয়া চেয়ারম্যান পদে নাম ঘোষণা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Madan Mitra summoned by cbi on icore case today

তৃণমূল বিধায়ক মদন মিত্র ফাইল ছবি।

পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম ঘোষণার পর প্রতিবাদে বিধানসভার আটটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপির বিধায়করা। শুক্রবার সেই কমিটির গুলির নয়া চেয়ারম্যান পদে নাম ঘোষণা করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন সব কমিটির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুকুল হাজির থাকলেও ছিলেন না কোনও বিজেপি বিধায়ক।

Advertisment

এদিন সাংবাদিক বৈঠকে পার্থ বলেন, বিজেপির মনোজ টিগ্গার জায়গায় লেবার কমিটির চেয়ারম্যান হচ্ছেন মদন মিত্র। মিহির গোস্বামীর ছেড়ে দেওয়া পদে এলেন সুদীপ্ত রায়। আনন্দময় বর্মণের জায়গায় হুমায়ুন কবীর। অশোক কীর্তনিয়ার জায়গায় এলেন পান্নালাল হালদার। কৃষ্ণ কল্যাণীর জায়গায় এলেন আবদুল খালেক মোল্লা। নিখিল রঞ্জন দে-র জায়গায় রুকবানুর রহমান।

বিজেপির বিধায়কদের ইস্তফা নিয়ে পার্থর পাল্টা বক্তব্য, "বৈঠকে হাজির থাকার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছিল। তাও ওঁরা শোনেননি। কমিটির সদস্য থাকতে পারলে চেয়ারম্যান পদে থাকতে অসুবিধা কোথায় বুঝলাম না। ২৬ জুলাই থেকে কমিটির বৈঠক হবে।"

আরও পড়ুন মুকুলের বিধায়ক পদ খারিজ-শুনানি: এবার আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর

এদিকে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের প্রথম শুনানির পরই আদালতে যাওয়ার হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই গেরুয়া শিবির আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের জন্য গত ১১ জুন বিধানসভার স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারী। সেই আবেদনের ভিত্তিতেই শুক্রবার ছিল প্রথম শুনানি।

সূত্রের খবর মুকুলের বিধায়কপদ খারিজ ইস্যুতে তৃণমূলের উপর চাপ বাড়াতে তৎপর বিজেপি। বাংলায় দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার দাবিতে আগামী সপ্তাহেই রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারে পদ্ম ব্রিগেড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp partha chatterjee Madan Mitra West Bengal Assembly
Advertisment