Advertisment

"রাজভবনে আত্মীয়দের নিয়োগ করেছেন রাজ্যপাল", ধনকড়কে 'টুইটবোমা' মহুয়ার

Mahua Moitra Jagdeep Dhankhar: রাজ্যপালকে 'আঙ্কলজি' বলে খোঁচা দিয়েছেন মহুয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahua Moitra, Jagdeep Dhankhar

মহুয়া মৈত্র ও জগদীপ ধনকড়।

Mahua Moitra Jagdeep Dhankhar: এতদিন রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন রাজ্যপাল। এবার জগদীপ ধনকড়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। নিজের ৬ জন আত্মীয়কে অফিসার অন স্পেশ্যাল ডিউটি বা ওএসডি পদে নিয়োগ করেছেন রাজ্যপাল। নাম তুলে ধরে তালিকা টুইট করে অভিযোগ কৃষ্ণনগরের সাংসদের। একইসঙ্গে রাজ্যপালকে 'আঙ্কলজি' বলে খোঁচা দিয়েছেন মহুয়া।

Advertisment

রবিবার টুইট করে ছয়ডনের নামের তালিকা দিয়েছেন মহুয়া। তাঁরা কীভাবে রাজ্যপালের সঙ্গে সম্পর্কিত সেটাও রয়েছে তালিকায়। মহুয়ার টুইটে লেখা, "অভ্যুদয় সিং শেখাওয়াত রাজ্যপালের ব্রাদার ইন ল-র ছেলে। অখিল চৌধুরি রাজ্যপালের নিকটাত্মীয়, রুচি দুবে রাজ্যপালের প্রাক্তন এডিসি মেজর গৌরাঙ্গ দুবের স্ত্রী, প্রশান্ত দীক্ষিত গৌরাঙ্গ দীক্ষিতের ভাই, কৌস্তভ এ ভালিকর বর্তমান এডিসির ব্রাদার ইন ল এবং কিষাণ ধনকড় রাজ্যপালের নিকটাত্মীয়।"

মহুয়ার কটাক্ষ, "রাজ্যপাল তাঁর গোটা গ্রাম নিয়ে রাজভবনে বসিয়ে রেখেছেন এবং সরকারি টাকায় ভরণ পোষণ হচ্ছে।" মহুয়ার এই তালিকার সত্যতা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে তাঁর অভিযোগ গুরুতর নিঃসন্দেহে। এই বিষয়ে পাল্টা কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যপাল। তবে রাজ্য-রাজভবনের সংঘাতে নয়া অধ্যায় সংযোজিত হল এই নিয়ে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন ভোট পরবর্তী হিংসায় পুলিশি মদত’, গুরুতর অভিযোগ ধনকড়ের, তলব মুখ্যসচিবকে

উল্লেখ্য, এদিনই বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। একাধিক টুইটে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসা রুখতে প্রশাসনের পদক্ষেপ জানতে সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করেছেন ধনকড়।

একই ইস্যুতে গতকাল রাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে রাজ্যপাল টুইটে লিখেছিলেন, ‘রাজ্যে যেভাবে ক্রমাগত ভোট পরবর্তী হিংসা চলছে, তাতে মানবতা লজ্জায় পড়বে। পুলিশ কিছু করছে না। ফলে হিংসায় যুক্ত ব্যক্তিদের সাহস বাড়বে। পুরোটাই বিরোধীদের শাস্তি দিতে করা হচ্ছে।’

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mahua Moitra Jagdeep Dhankhar
Advertisment