Advertisment

"নেতা গেলে কিছু যায় আসে না, কর্মীরাই সম্পদ", ভাঙন রুখতে দলকে বার্তা মমতার

কোর কমিটির নেতাদের ইতিবাচক বার্তা দিয়ে বলেন, একুশে জয় নিশ্চিত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

একুশের মহারণ এগিয়ে আসতেই যেন মুষল পর্ব শুরু হয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসে। গত ৪৮ ঘণ্টায় দল ছেড়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট নেতা। শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শীলভদ্র দত্ত, বনশ্রী মাইতির মতো চার বিধায়ক দল ছেড়েছেন। শুভেন্দুকে অনুসরণ করে ধস নেমেছে বিভিন্ন জেলায়। একের পর এক ছোট-বড় নেতা-নেত্রী দল ছাড়তে শুরু করেছেন। আর যা মনে হচ্ছে, সবার লক্ষ্য গেরুয়া শিবিরে মাথা গলানো। দলের ভাঙনের মুখেও মনোবল ভাঙতে রাজি নন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কোর কমিটির বৈঠকে দলের নেতা-কর্মীদের নিশ্চিন্তে থাকার টনিক দিলেন মমতা।

Advertisment

যেভাবে দল ছাড়ার হিড়িক পড়েছে তাতে কিছুটা অস্বস্তিতে পড়ে এদিন তড়িঘড়ি কালীঘাটে নিজের বাড়িতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির নেতাদের ইতিবাচক বার্তা দিয়ে বলেন, "একুশে জয় নিশ্চিত। শুধু সকলকে এক সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজ্যের উন্নয়নমূলক কাজ আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। বাড়াতে হবে জনসংযোগ। প্রত্যেকের কাছে গিয়ে তাঁদের সমস্যা জানতে হবে। চেষ্টা করতে হবে সমাধানের।"

আরও পড়ুন শুভেন্দুর পদত্যাগপত্র গৃহীত নয়, ‘বেনিয়মে’র অভিযোগ স্পিকারের

দলত্যাগী বিক্ষুব্ধদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, “কে এল, কে গেল তাতে কিছু এসে যায় না। নেতা নয়, কর্মীরাই দলের আসল সম্পদ। তাই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জয় নিশ্চিত।” মমতা এদিন দলীয় নেতৃত্বকে নির্দেশ দেন, কারও মনে কোনও প্রশ্ন তৈরি হলে, কারও সমস্যা হল তাঁর সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের জন্য। যতক্ষণ তিনি দলে আছেন, তাঁকে বোঝানোর চেষ্টা চালিয়ে যেতে বলেন মমতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Mamata Banerjee Suvendu Adhikari
Advertisment