Advertisment

প্রচার না পেয়ে নাটক! কনভয়ে হামলায় নাড্ডার ঘাড়েই দোষ চাপালেন মমতা

বললেন, পুলিশকে তদন্ত করতে বলেছেন বিষয়টি। তারপর দেখবেন এর পিছনে কারা জড়িত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক্সপ্রেস ফটো- পার্থ পাল

কলকাতায় বিজেপির কর্মসূচিতে বাড়ি বাড়ি ঘুরে প্রচার পাননি। তাই পরেরদিন গুন্ডাদের নিয়ে ডায়মন্ড হারবারে সভা করেতি গিয়েছিলেন জেপি নাড্ডা। পাথর ছোঁড়ার নাটক করে এখন তৃণমূলের নামে দোষ দিচ্ছেন। বৃহস্পতিবার নাম না করে কনভয়ে হামলার জন্য নাড্ডাকেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূলের খেতমজুর সংগঠনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মমতা নাড্ডা ও বিজেপিকে ফের আক্রমণ শানালেন। বললেন, পুলিশকে তদন্ত করতে বলেছেন বিষয়টি। তারপর দেখবেন এর পিছনে কারা জড়িত।

Advertisment

এদিন, নাড্ডার ডায়মান্ড হারবার যাওয়ার পথে জায়গায় জায়গায় রাস্তা অবরোধ করা হয়। ভাঙা হয়েছে বাসের কাচ। একাধিক গাড়িতে হামলা চালানো হয়। ইট-পাথর ছোড়া হয়। লাঠি নিয়েও আক্রমণ করা হয় বলে অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। হামলায় কয়েকজনের আঘাত লেগেছে বলে অভিযোগ। হামলার ঘটনায় বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘আইনকানুন নেই। এইভাবে সরকার চলছে। পুলিশের সামনেই গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের একাধিক নেতার চোট লেগেছে। ২০২১ সালে তৃণমূল সরকার ভেঙে দেব’। কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘‘পরিকল্পনা করে হামলা চালানো হয়েছে। টার্গেট করে হামলা চালানো হয়েছে। পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে। বাংলার মানুষ এর জবাব দেবে’’।

আরও পড়ুন পরিকল্পিত হিংসা! নাড্ডার কনভয়ে হামলায় রাজ্য সরকারকে বিঁধলেন শাহ

এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি। তাতেই রেগে গিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষকদের সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ”বেচারা কী করবেন, বুধবার প্রচার পাননি, তেমন ভিড় হয়নি সভায়। তাই আজ গুন্ডাদের সঙ্গে নিয়ে গিয়েছেন প্রচারসভা করতে। নিজেরা নাটক করে ঘটনা ঘটিয়ে তৃণমূলের উপর দোষ দিচ্ছে। ওদের সাজানো না হলে কীভাবে ঠিক ওই মুহূর্তের ছবি পেল?” এরপরই মমতা ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট মঞ্চে পড়ে শোনান। ২০১৯ সালের রিপোর্ট নিয়ে পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, রাজ্যে গত ১০ বছরে তৃণমূলের শাসনকালে রাজনৈতিক খুন হয়েছেন ১৫৩ জন। যেখানে তার আগের দশ বছরে ৬৬৩ জন খুন হয়েছেন।

মহিলাদের উপর অপরাধের ঘটনাতেও রাজ্যে পরিসংখ্যান অনেকটাই কমে এসেছে বলে দাবি মমতার। রিপোর্ট ধরে বলেছেন, ২০১২ সালে যেখানে মহিলাদের উপর অপরাধের সংখ্যা ছিল ২০৪৬। সেখানে ২০১৯ সালে সেটা ১০৬৮। তাও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করে আগামিদিনে এই পরিসংখ্যান আরও কমিয়ে আনা হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee bjp JP Nadda
Advertisment