একুশের লক্ষ্যে রাজনীতির পারদ চড়ছে বঙ্গে। লোকসভা নির্বাচনে যেখানে যেখানে জমি হারিয়েছে তৃণমূল, সেখানে সেখানে দলীয় কর্মীদের ভোকাল টনিক দিতে রাজ্যজুড়ে সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সেই লক্ষ্যেই বনগাঁর গোপালনগরে সভা মমতার। মতুয়া ভোট আগলাতে বনগাঁয় মমতার সভা বেশ তাৎপর্যপূর্ণ। লোকসভা ভোটে তৃণমূলের হাতছাড়া হয় উদ্বাস্তু মতুয়া সম্প্রদায় অধ্যুষিত এই আসন। বনগাঁয় শাসকদলের ভাঙনও হয়েছে ব্যাপক। তাই হারানো জমি পুনরুদ্ধারের লক্ষ্যে কোমর বেঁধেছেন মমতা। ঠিক করে নিয়েছেন দলের ভরাডুবি হওয়া এলাকায় বেশি করে সংগঠনে জোর দেবেন তৃণমূলনেত্রী।
মতুয়াদের দীর্ঘদিনের দাবি ভারতের স্থায়ী নাগরিকত্ব। বাংলাদেশ থেকে আসা ধর্মীয় নিপীড়ণের শিকার শরণার্থীদের নাগরিকত্ব দিতে সংশোধিত নাগরিকত্ব আইন এনেছে কেন্দ্রের বিজেপি সরকার। আর নাগরিকত্ব ইস্যুকে হাতিয়ার করে মতুয়াদের ভোট পকেটস্থ করেছে বিজেপি। কিন্তু আইন পাশের বছর ঘুরতে চললেও এখনও তা কার্যকর করেনি বিজেপি। সম্প্রতি, বারাসতে এবং কলকাতায় বঙ্গ বিডেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় দাবি করেছেন, জানুয়ারি-ফেব্রুয়ারি থেকেই এ রাজ্যে নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু করে দেবে কেন্দ্রীয় সরকার। এদিকে, বেশ কয়েকদিন ধরে নাগরিকত্বের দাবিতে মতুয়াদের নিয়ে মিছিল-সভা করতে দেখা গিয়েছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে। তিনি আবার মতুয়া মহাসংঘের সংঘাধিপতিও বটে। কিন্তু বছর ঘুরতে চললেও নাগরিকত্ব না পেয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ শুরু হয়েছে শান্তনুকে ঘিরে।
আরও পড়ুন ‘আগুন নিয়ে খেলবেন না’, নাম না করেই শুভেন্দুকে কড়া বার্তা নেত্রীর
সিএএ-এনআরসি নিয়ে তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিজেপির লড়াই চলছে। এই প্রেক্ষাপটে মমতা মন্ত্রিসভার প্রাক্তন সদস্যের একটি চিঠির উল্লেখ করে চাঞ্চল্যকর দাবি করেছে বঙ্গ বিজেপি। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য উপেন বিশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন। পশ্চিমবঙ্গে সত্ত্বর নাগরিকত্ব আইন কার্যকর করার দাবি জানিয়েছেন। বিষয়টিকে বিজেপির তরফে স্বাগত জানানো হয়েছে। কিন্তু নাগরিকত্ব আইন কার্যকর না হওয়াকে হাতিয়ার করতে চাইছেন মমতা। লাগাতার বিভিন্ন সভায় দাবি করছেন, মতুয়া-উদ্বাস্তু-আদিবাসীদের সঙ্গে প্রতারণা করেছে বিজেপি। সম্প্রতি, তিনি মতুয়াদের উন্নয়ন বোর্ড গঠন করেছেন। তাঁদের উন্নয়নে ১০ কোটি টাকা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর উন্নয়নের হাতছানিতে মতুয়ারা আদৌ পা বাড়ান কি না সেটাই দেখার।
আরও পড়ুন ‘আইন প্রত্যাহার কর, নয়তো বিজেপি ভারত ছাড়’, কৃষকদের সমর্থনে হুঙ্কার মমতার