অন্যদিকে, এদিন সম্মেলনের শুরুতে কিছুটা বিশৃঙ্খলা হয় স্টেডিয়ামে। অনেকেই মুখ্যমন্ত্রী বলার আগে নিজেদের দাবি-দাওয়া রাখতে শুরু করেন। শোরগোলের জেরে নিজের বক্তব্য বন্ধ রাখেন মমতা। তারপর বলতে শুরু করে তাঁর মন্তব্য, “আর ৪-৫ দিন পরই ভোটের দিন ঘোষণা হবে। এখন এত চাইলে হবে না। কয়েকটা বিজেপি আর কয়েকটা সিপিএম লোকের কথা শুনে এরকম করে কোনও লাভ নেই। ভোটের আগে ব্ল্যাকমেল করবেন না। কী দেওয়া হয়নি বলুন তো? সবুজসাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, বিনামূল্যে রেশন থেকে সব সুবিধাই পাচ্ছে রাজ্যবাসী।"
তিনি আরও বলেন, "এরপরও ভোটের আগে যা ইচ্ছা কেন চাওয়া হচ্ছে? এতেও যদি আমাকে পছন্দ না হয়, তাহলে আমায় ভোট দেবেন না। আমার কিছু আসে যায় না। যাঁরা আমার সঙ্গে থাকবেন, তাঁদের ভোটেই আমার সরকার হয়ে যাবে।” এদিন ফের দলত্যাগী শুভেন্দু-রাজীবদের উদ্দেশে নাম না করে তোপ দাগেন মমতা। বলেন, "সিরাজদৌল্লাকে মানুষ সম্মান করে। কিন্তু মীরজাফরকে কেউ ক্ষমা করেননি।" রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিকল্প কোন দল, সেটাও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বলেন, "তৃণমূল কংগ্রেসের বিকল্প তৃণমূলই। অন্য কেউ নয়। তৃণমূল হবে আরও উন্নততর তৃণমূল।"
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন