মুখ্যমন্ত্রী হিসাবে আগেই নিয়েছেন। বৃহস্পতিবার নবনির্বাচিত বিধায়ক হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে শপথ নিলেন আরও দুই নবনির্বাচিত বিধায়ক জাকির হোসেন এবং আমিরুল ইসলাম। প্রথা ভেঙে এদিন প্রথমবার বিধানসভায় এসে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়।
Advertisment
জনপ্রতিনিধিত্ব আইনের ধারায় নিজের হাতে সেই ক্ষমতা নেন ধনকড়। রাজভবন থেকে কদিন আগে বিধানসভার সচিবালয়ে সেই বার্তা পাঠানো হয়। উল্লেখ্য, এদিন মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে বিধানসভায় বিজেপির কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না। বিরোধীশূন্য বিধানসভায় শপথ নিলেন মমতা-সহ তিনজন বিধায়ক।
মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন এবং সামশেরগঞ্জের তৃণমূল বিধায়ক আমিরুল ইসলাম শপথ নেন। মমতা এবার ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হয়েছেন। ৫৮ হাজারের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। জাকির হোসেন জঙ্গিপুরে জিতেছেন ৯২ হাজার ভোটের ব্যবধানে। অন্যদিকে সামশেরগঞ্জে আমিরুল জিতেছেন ২৬ হাজারের বেশি ভোটের ব্যবধানে।
এদিন শপথবাক্য পাঠ করানোর পর তৃণমূলের নেতা-মন্ত্রীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন রাজ্যপাল। রাজ্যে ভোট পরবর্তী হিংসা ইস্যুতে প্রতিদিন রাজ্য-রাজভবনের বাগযুদ্ধ রুটিন হয়ে দাঁড়িয়েছিল। সেই পর্ব কাটিয়ে এখন ফের রাজ্যপালের সঙ্গে কুশল বিনিময় করেন শাসকদলের নেতা-মন্ত্রীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন