Advertisment

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, সমস্ত বৈঠক উত্তরকন্যাতে

রাজনৈতিক দিক থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata nod to flights from six cities with high Covid counts

মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

দীর্ঘ কয়েক মাস পরে জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শিলিগুড়ি যাবেন। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে প্রশাসনিক বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, "উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।"

Advertisment

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন সেপ্টেম্বরের শেষের দিকে জেলা সফরে যাবেন। রাজনৈতিক দিক থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞ মহল। বিগত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ধুয়ে-মুছে সাফ হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের বাদ্যি প্রায় বেজেই গিয়েছে। রাজনৈতিক দলগুলির ঘর গুছানোর পালা চলছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী চার দিন থাকবেন শিলিগুড়িতে। সূত্রের খবর, প্রশাসনিক বৈঠক ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এতদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে উত্তরবঙ্গের খোঁজ-খবর নিয়েছেন। এবার সরাসরি সেখানে থেকেই বৈঠক করবেন।

করোনা পরিস্থিতিতে দীর্ঘ দিন মুখ্যমন্ত্রী জেলা সফরে বের হননি। এই সময়কালে প্রথম সফরে তিনি উত্তরবঙ্গকেই বেছে নিয়েছেন। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন,

"মুখ্যমন্ত্রী উত্তর বঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। জেলাশাসক, জেলা পুলিশসুপার, মহকুমাশাসক, স্বাস্থ্য অধিকারিকসহ বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন। বিধায়কদেরও বৈঠকে ডাকতে পারেন। উত্তরকন্যাতেই সমস্ত বৈঠক করবেন। জেলায় জেলায় যাওয়ার কোনও পরিকল্পনা নেই।"

ক্ষমতায় আসার পর জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মন্ত্রী পারিষদরা অনেকে হাজির থাকেন। হাজির থাকেন স্থানীয় জেলা প্রশাসনের কর্তারা। করোনা আবহের কারণে মুখ্যমন্ত্রীর জেলা সফর বন্ধ রাখতে হয়েছে। উন্নয়নের গতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গ দিয়েই যাত্রা শুরু করছেন মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee north bengal
Advertisment