Advertisment

‘হিংসুটের দল, দানবের দল বিজেপি’, খেজুরির সভায় মমতার কটাক্ষ

শনিবার পূর্ব মেদিনীপুরে ৩টি সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রথম সভাটি তিনি করেন হলদিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল ছবি।

এদিন খেজুরিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার সভায় যে মন্তব্য করেন, সেই একই সুর শোনা গিয়েছে খেজুরির সভায়। তিনি বলেন, ‘খেজুরি না থাকলে জমি আন্দোলন সফল হত না তেখালিতে আমার ওপর গুলি চলেছিল।‘ আগামিদিনে আমার সরকার জিতলে এবার দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে।দ্বিগুণ শিক্ষক নিয়োগ হবে। এদিন দাবি করেন তিনি। কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘ছয় বছরে শুধু মুল্যবৃদ্ধি করেছে। জ্বালানির দাম বেড়েছে। বেকারত্ব বাড়িয়েছ। আর কী করেছ।‘ প্রধানমন্ত্রীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘কখনও তিনি রবীন্দ্রনাথ, কখন বিবেকানন্দ। ক্ষমতায় এলে তুমি কী করেছ নরেন্দ্র মোদী?’ নিজের নামে স্টেডিয়াম করেছেন, কয়েকদিন বাদে দেশের নাম বদলে নিজের নামে করে দেবে। এদিন এভাবেই আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। শনিবার পূর্ব মেদিনীপুরে ৩টি সভা মুখ্যমন্ত্রীর। নাম না করে শুভেন্দুকে মিরজাফর, বিশ্বাসঘাতক, গদ্দার কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।

Advertisment

তিনি বলেন, 'আগে আমাকে এখানে আসতে দেওয়া হত না। কারণ এখানে গদ্দারদের জোতদারি, জমিদারি চলত। তাই ওরা গিয়েছে বেঁচে গিয়েছি। কেউ একজন ৫০০ টাকা নিলে বলছে তোলাবাজা। আর বিজেপি তুমি কী? নোটবন্দি, পিএম- কেয়ার্সের টাকা কোথায়? রেল, বিএসএনএল কত টাকায় বেচছো? বিজেপি জবাব দাও। এদিন বিজেপিকে হিংসুটের দল বলে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'উন্নয়নের মাধ্যমে বাংলা এগিয়ে যাচ্ছে, তাই বিজেপির হিংসে হচ্ছে। হিংসুটের দল একটা, দানবের দল।' প্রথম সভাটি তিনি করেন হলদিয়ায়। শনিবার পূর্ব মেদিনীপুরে ৩টি সভা করবেন মুখ্যমন্ত্রী। প্রথম সভাটি তিনি করেন হলদিয়ায়। এদিন হলদিয়ার সুতাহাটার সভা থেকে একাধিক উন্নয়ন প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। এরপর পাশকুঁড়ার পেচোগ্রামে সভা করবেন মুখ্যমন্ত্রী।

কী বললেন তিনি—

  • হলদিয়া বন্দরের উন্নয়ন হচ্ছে
  • তাজপুরে ১৫০০ কোটি টাকা বিনিয়োগ
  • বাড়বে আশপাশের এলাকার কর্মসংস্থান
  • ২৫ হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান
  • মৎস্যজীবীদের উন্নয়নে বিশেষ উদ্যোগ
  • মৎস্যজীবী পরিবারকে এক কোটি ৩০ লক্ষ সাহায্য করেছি  
  • মেদিনীপুরের গদ্দারদের আমি এতদিন পুষেছি
  • যাকে পছন্দ হত না, জেলে ভরে দিত
  • পাশকুড়ার আনিসুর এখন জেলে
  • বাড়ির মহিলাদের হাত খরচ বাবদ ৫০০ টাকা
  • তফসিলি পরিবার পাবে ১০০০ টাকা
  • ১৮ বছরের ওপর বিধবাদের হাজার টাকা পেনশন
  • একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ১০ হাজার টাকা, ট্যাব কেনা বাবদ
  • ক্ষমতায় এলে দুয়ারে রেশন কর্মসূচি
  • দেশের অর্থনীতিকে শেষ করেছে কেন্দ্রের বিজেপি সরকার
  • সব বিক্রি করে দিচ্ছে, হলদিয়া বন্দর বিক্রি করতে পারে
  • রেল, ব্যাঙ্ক, বিএসএনএল সব বিক্রি করে দিয়েছে
  • ভারতের জঘন্য পার্টি বিজেপি
  • খুন-দাঙ্গা করে লোক মারে
  • ধর্ষণ, হত্যা করে জ্বালিয়ে দেয়
  • দলের মধ্যেও বিজেপির মহিলা কর্মীরা সুরক্ষিত নয়
  • দেশের সবছেয়ে বড় তোলাবাজ দল বিজেপি
  • বছরে ৪ বার দুয়ারে সরকার
  • PM-Cares-এর নামে কোটি কোটি টাকা তুলেছে হিসেব নেই
  • বিনামুল্যে রাজ্যবাসীকে টিকা দিতে চাই, প্রধানমন্ত্রী অনুমতি দিচ্ছেন না
  • বিজেপি শাসিত রাজ্যে দলিতরা অত্যাচারিত  
  • আমি ঘরে বসে থাকলে বিজেপি রাজ্যে ঢুকে যাবে
  • ২৯৪টি কেন্দ্রেই প্রার্থী আমি
  • বাংলায় NPR করতে দেব না
  • বাংলার মানুষ এই রাজ্যেই থাকবে
  • সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপিতে গিয়েছে
  • কঙ্কাল-কাণ্ডের অভিযুক্তরা এখন বিজেপিতে
  • আপদ গিয়েছে বেঁচে গিয়েছি
  • ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে
  • চাই না, চাই না বিজেপিকে চাই না
  • চাই না, চাই না রাবণদের চাই না
  • চাই না, চাই না দৈত্যদের চাই না
  • নির্বাচন আসলেই মিথ্যা কথা বলে বিজেপি
  • রেডিওতে বসে ভাষণ দেন
  • বিজেপি, সিপিএম হার্মাদ, জগাই-মাধাই-গদাই
  • এদের জব্দ করে দিন
  • বিজেপিকে বোল্ড করে মাঠ ছাড়া করতে হবে

এদিন তিনি হলদিয়ার সভামঞ্চ থেকে মহামায়া স্ত্রোত পাঠ করেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee Haldia West Bengal Polls 2021
Advertisment