Advertisment

সোমবারই শপথ মমতার মন্ত্রিসভার, তালিকায় অনেক নতুন মুখ, দেখে নিন একনজরে

এদিন ৪৩ জন মন্ত্রীর নামের তালিকা রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়কে দিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মমতা বন্দ্যোপাধ্যায়

আগামিকাল, সোমবার তৃতীয় বারের জন্য শপথগ্রহণ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের মন্ত্রিসভা। অনেককে নিয়ে জল্পনা থাকলেও বেশ কিছু নতুন মুখ রয়েছে প্রস্তাবিত মন্ত্রিসভায়। তারকা প্রার্থীদের মধ্যে বীরবাহা হাঁসদার নাম রয়েছে যেমন, তেমনই রয়েছে প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির নামও। এদিন ৪৩ জন মন্ত্রীর নামের তালিকা রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়কে দিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একনজরে দেখে নিন প্রস্তাবিত মন্ত্রিসভায় কারা কারা রয়েছেন-

Advertisment

পূর্ণমন্ত্রী-

১. সুব্রত মুখোপাধ্যায়
২. পার্থ চট্টোপাধ্যায়
৩. অমিত মিত্র
৪. সাধন পাণ্ডে
৫. জ্যোতিপ্রিয় মল্লিক
৬. বঙ্কিম চন্দ্র হাজরা
৭. মানস রঞ্জন ভুঁইয়া
৮. সৌমেন কুমার মহাপাত্র
৯. মলয় ঘটক
১০. অরূপ বিশ্বাস
১১. উজ্জ্বল বিশ্বাস
১২. অরূপ রায়
১৩. রথিন ঘোষ
১৪. ফিরহাদ হাকিম
১৫. চন্দ্রনাথ সিনহা
১৬. শোভনদেব চট্টোপাধ্যায়
১৭. ব্রাত্য বসু
১৮. পুলক রায়
১৯. ডা. শশী পাঁজা
২০. গোলাম রব্বানি
২১. বিপ্লব মিত্র
২২. জাভেদ আহমেদ খান
২৩. স্বপন দেবনাথ
২৪. সিদ্দিকুল্লা চৌধুরি

প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব প্রাপ্ত)

১. বেচারাম মান্না
২. সুব্রত সাহা
৩. হুমায়ুন কবীর
৪. অখিল গিরি
৫. চন্দ্রিমা ভট্টাচার্য
৬. রত্না দে নাগ
৭. সন্ধ্যারানি টুডু
৮. বুলুচিক বরাইক
৯. সুজিত বোস
১০. ইন্দ্রনীল সেন

প্রতিমন্ত্রী

১. দিলীপ মণ্ডল
২. আখরুজ্জামান
৩. শিউলি সাহা
৪. শ্রীকান্ত মাহাতো
৫. সাবিনা ইয়াসমিন
৬. বীরবাহা হাঁসদা
৭. জ্যোৎস্না মাণ্ডি
৮. পরেশচন্দ্র অধিকারী
৯. মনোজ তিওয়ারি

Mamata Banerjee West Bengal Assembly Election 2021
Advertisment