দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের নাগরিক! গুরুতর অভিযোগ নিশীথ প্রামাণিক। এমনই অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রিপুন বোরা। আগেও এই অভিযোগে সরব হয়েছিলেন রাজ্যসভার সাংসদ। শুক্রবার মোদীকে চিঠিও লিখেছেন তিনি। শনিবার সেই চিঠিকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল।
এদিন মোদীকে লেখা চিঠি টুইট করেছেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু। পোস্ট করে দাবি, কোনও বিদেশি নাগরিক দেশের মন্ত্রী হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, কুৎসা না করে প্রমাণ দিক তৃণমূল। বঙ্গ বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, "তর্কের খাতিরে মেনে নিলেও এটা তো সত্যি যে নিশীথ হিন্দু। বিজেপির কাছে সব হিন্দুই ভারতীয়।"
আরও পড়ুন শান্তিকুঞ্জের দুয়ারে CID, ভিডিওগ্রাফি করা হল শুভেন্দুর বাড়ির
এই অভিযোগের ভিত্তি নেই বলে বিজেপির কটাক্ষ, তৃণমূল আদালতে যাক এ বিষয়ে। প্রসঙ্গত, রিপুন বোরা মোদীকে পাঠানো চিঠি টুইট করে দাবি করেছেন, নিশীথ আসলে বাংলাদেশের পলাশবাড়ির হরিনাথপুরের বাসিন্দা। ভারতে কম্পিউটার নিয়ে পড়াশোনা করার নামে এসে কোচবিহারে থেকে যান। এমনকী রিপুনের দাবি, যে নথি নিশীথ দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেন সেটাও নাকি ভুয়ো।
আরও পড়ুন “হিমশৈলের চূড়ামাত্র, সারা দেশের কাছে লজ্জা!”, মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে মন্তব্য শুভেন্দুর
ব্রাত্য এদিন টুইট করে লেখেন, "রাজ্যসভার সাংসদ রিপুন বোরা ঠিক প্রশ্ন তুলেছেন। বহু নিউজ চ্যানেল রিপোর্ট করেছে যে, নিশীথ প্রামাণিক ভারতীয় বাংলাদেশের নাগরিক। কিন্তু তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করার আগে তাঁর সম্পর্কে কোনও খোঁজখবর নেওয়া হয়নি! এটাও ভুললে চলবে না নিশীথের বিরুদ্ধে বেশ কতগুলি অপরাধের মামলা রয়েছে। লজ্জা!"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন