প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা ভাষার উচ্চারণ নিয়ে রসিকতা হয়েছে বিস্তর। কখনও রবীন্দ্র সঙ্গীত কিংবা বাংলা ছড়া, বাঙালি মন জয়ে বারবার মোদীর ভোট প্রচারে ঘুরেফিরে এসেছে বাংলা ভাষা। কিন্তু উচ্চারণগত ত্রুটি থাকায় নেট দুনিয়ায় সরব বাঙালিরা। সম্প্রতি প্রধানমন্ত্রীর বাংলা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সব সমালোচনার জবাব এদিন ডুমুরজলা থেকে দিলেন মোদী। প্রধানমন্ত্রী (PM Modi)বলেন, 'আমার উচ্চারণে ত্রুটি থাকবে। তা সত্ত্বেও বাংলা শব্দ ও বাক্য বলি কারণ বাংলা ভাষার সম্মান করি। দিদি আপনার তো উৎসাহ দেওয়া উচিত। চেষ্টাটাই সব। তামিলনাড়ু গিয়ে তামিল বলার চেষ্টা করেছি।'
তাঁর খোঁচা,'হারের হতাশায় আমাকে গালি দিচ্ছেন দিদি। বাংলার এ কোন ছবি তুলে ধরছেন দিদি! আমার উচ্চারণ নিয়েও সমস্যা হচ্ছে ওঁর।' মোদীর সংযোজন, 'প্রধানমন্ত্রী হিসেবে সাংসদ ও মুখ্যমন্ত্রীদের জন্মদিন উপলক্ষে চিঠি দিই। আগে ইংরেজিতে চিঠি লেখা হত। আমি আসার পর তাঁর মাতৃভাষায় চিঠি দেওয়ার পরম্পরা শুরু হয়। তার মানে এটা নয়, আমি সব ভাষা জানি। আমি সকলকে ভাষাকে সম্মান করি। দিদিকে বাংলা ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি, তিনি গুজরাটিতে জবাব দিয়েছেন। আমার ভালো লেগেছিল। এমন বহুভাষার দেশ বিশ্বে আর কোথাও নেই!'
শুধু বাংলাতেই নয়, যেখানেই যান সেখানকার ভাষা বলার চেষ্টা করেন বলে দাবি করলেন মোদী । তাঁর কথায়,'যেখানেই যাই, সেখানকার স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টা করি। কেরল গেলে মালায়লম বলার চেষ্টা করি। তামিলনাড়ুতে গেলে তামিল বলি। আমি জানি, উচ্চারণে ত্রুটি থাকবে। তা সত্ত্বেও বাংলা শব্দ ও বাক্য বলি কারণ বাংলা ভাষার সম্মান করি। দিদি আপনার তো উৎসাহ দেওয়া উচিত।'