পঞ্চম দফার ভোটের মধ্যেই আসানসোলে সভা করেন প্রধানমন্ত্রী। এদিন প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর প্রতি আক্রমণাত্মক ছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্যে ঘুরেফিরে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। তাঁর মন্তব্য, ‘কবিগুরু বলেছেন চিত্ত যেথা ভয়শূন্য। আর দিদি বলেন চিত্ত যেথা ভয়যুক্ত।‘ স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাঁর দাবি, ‘দিদি, ও আদরণীয় দিদি আপনি যতই চেষ্টা পরিকল্পনা ষড়যন্ত্র করুন বাংলার মানুষ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।‘ এদিন আসানসোলের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে সভা করেন প্রধানমন্ত্রী। সেই সভায় তিনি দাবি করেন, '২ মে'র পর দিদির পরাজয় নিশ্চিত। প্রথম ৪ দফায় বাংলার মানুষ বিজেপিকে আশীর্বাদ করেছে। পঞ্চম দফায় ভোট ভালো পড়ছে।'
তাঁর অভিযোগ, 'দিদির আমলে বাংলায় শুধু তোলাবাজি। কেন্দ্রের সব প্রকল্পের বিরোধিতায় দিদি। বাংলাজুড়ে তোষণের রাজনীতি তৃণমূলের।' এদিন কুকথা প্রশ্নে মমতাকে ঘুরিয়ে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন দিদি কী বলেছেন সেটা আমি বাধ্য হয়ে এখানে বলছি। তিনি তারিখ তুলে ধরে বলেছেন কবে মোদীর প্রতি কুকথা ব্যবহার করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর মন্তব্য, 'দিদির কুকথা, গালিতে আমার কোনও আপত্তি নেই।'
তিনি বলেন, 'এবার বাংলায় প্রথম শান্তিতে ভোট হচ্ছে। নির্ভয়ে ভোট দিচ্ছে মানুষ। বাংলায় অনুপ্রবেশ রুখবে বিজেপি।' তাঁর প্রশ্ন, 'দিদির লোকেরা যখন বাংলার মানুষকে লুঠ করে, দিদি যখন বাংলার মানুষকে প্রতারণা করে। তখন আমি কি চুপ করে থাকতে পারি?'
আর কী বললেন প্রধানমন্ত্রী—
- ছাপ্পা ভোট বন্ধ হওয়ায় দিদি মেজাজ হারাচ্ছেন
- তফশিলি মানুষদের দিদি ভিখারি বলছেন
- পশ্চিমবঙ্গ আপনার দুর্নীতিতে বিরক্ত, আপনার ইচ্ছাশক্তি নিয়েও বিরক্ত
- ভোটের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে সার্টিফিকেট পাবেন দিদি
- সেই সার্টিফিকেট বাড়িতে রাখতে হবে
- দিদির দুর্নীতির জন্য বার্ধক্যভাতা পাওয়া যাচ্ছে না
- মৃত্যু নিয়েও ভোটের রাজনীতি দিদির
- কিছুই নেই তৃণমূলে এবার ভোট পদ্মফুলে
- এবার বাংলায় চাই আসল পরিবর্তন
- আসল পরিবর্তন মানে সব কা সাথ, সব কা বিকাশ
- আসল পরিবর্তন মানে বাংলার উন্নয়ন
- একটাই জবাব সবাই বলছেন দিদির জন্য
- নারী নির্যাতন চাপা দিয়ে রাখছেন দিদি
- এই পবিত্র মাটিকে সম্মান জানাচ্ছি।
- আমি নববর্ষের পরে প্রথম এলাম।
- চার দফার ভোটদান, দিদি-ভাইপো খান-খান। বাকি চার দফার ভোটদান, দিদি-ভাইপো টিকিট কাটান।
- আসানসোল দেশের শিল্পনগরী হয়ে উঠতে পারে।
- এত দিন ধরে আসানসোলে কয়লার মাফিয়া রাজ চলেছে।এই টাকা কার কাছে গিয়েছে সবাই জানে। রাজ্যে সবাইকে ভাইপো ট্যাক্স দিতে হয়। এই মাফিয়া রাজ খতম করতে পারে আপনার ভোট।
- ১০ বছর আপনাদের সঙ্গে প্রতারণা করেছেন দিদি। বাংলার উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন। তাই এ বার বিজেপি-কে ক্ষমতায় আনুন। বিজেপি সোনার বাংলা গড়বে। বাংলায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে। দিদি আর তো ১ মাসও বেশি নেই। কয়লা ধুলেও ময়লা যায় না।
- ১০ বছরে বিজেপি-র অনেক কর্মীকে খুন করা হয়েছে।
- কোচবিহারে ৫ জনের দুঃখজনক মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন দিদি। তার অডিয়ো টেপ সামনে এসেছে
এদিন তাঁর প্রশ্ন, ‘বাংলায় তোষণের রাজনীতি কে করে?’ ২০১৮-র আসানসোলে দাঙ্গার প্রসঙ্গে উল্লেখ এদিন উপস্থিত জনতার প্রতি তাঁর প্রশ্ন, ‘দাঙ্গাকারীদের সে সময় সমর্থন কে করেছিল? আপনারা বলুন কে দিয়েছিল দাঙ্গারীদের সঙ্গ।‘ তাঁর দাবি, ‘এবার বিরোধ নয়, বিকাশ হবে। এবার শিক্ষা হবে, শিল্প হবে, কর্মসংস্থান হবে।‘