নমস্কার উত্তরবঙ্গ, কেমন আছেন আপনারা? শনিবার শিলিগুড়ির জনসভায় এভাবেই বক্তব্য শুরু করলেন নরেন্দ্র মোদী। এদিনের সভা থেকে তিনি আরি দাবি করেছেন, ‘তৃণমূল সরকার যাচ্ছে, বিজেপি সরকার আসছে। বাংলায় উন্নয়ন করবে বিজেপি। প্রথম ৩ দফায় বিজেপির পক্ষে ভোট পড়েছে। বাংলার মানুষের পরিবর্তনের ইচ্ছাশক্তিকে কুর্নিশ করছে গোটা দেশ।‘ রাজ্যে চতুর্থ দফার ভোট চলছে শনিবার। এই দিনেই বাংলায় জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম জনসভাটি প্রধানমন্ত্রী করছেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে। তারপর দিনের দ্বিতীয় সভাটি তিনি করবেন নদিয়ার কৃষ্ণনগরে।
উত্তরবঙ্গের সভা থেকে কী বললেন মোদী—
- বাংলায় ক্ষমতায় আসতে চলেছে বিজেপি
- কোচবিহারের ঘটনা অত্যন্ত দুঃখজনক, কমিশনের কাছে আর্জি করা ব্যবস্থা নিক
- মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রইল
- প্রথম ৩ দফায় বিজেপির পক্ষে ভোট পড়েছে
- তৃণমূল সরককার যাচ্ছে, বিজেপি বাংলার উন্নয়ন করবে
- বিজেপির প্রতি সমর্থন দেখে হতাশ দিদি, হিংসা করে বাঁচতে পারবেন না দিদি
- তোলাবাজ-মুক্ত, সিন্ডিকেট মুক্ত, কাটমানি মুক্ত বাংলা তৈরি হবে
- তৃণমূলের সরকারের মন্ত্রীরা হুমকি দিচ্ছেন, সেই ভিডিও ভাইরাল হয়েছে
- বাংলার মানুষ রাজ্যেই থাকবে, যেতে হলে আপনাকে সরকার থেকে যেতে হবে
- বাংলা আপনার জমিদারী নয়, তাই এটা নিশ্চিত আপনাকে যেতেই হবে
- তৃণমূলের দুষ্কৃতীরা এখন দিশেহারা, দিদি গুণ্ডাদের ওপর রাগ করেন না
- মুখ্যমন্ত্রী শিখিয়ে দিচ্ছেন, কীভাবে কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করতে হবে
- ছাপ্পা ভোট হচ্ছে না, তাই হতাশ দিদি , কেন্দ্রীয় বাহিনীর ওপর দিদির রাগ
- দিদি এসব শেখাচ্ছেন কীভাবে?
এদিন বক্তব্যের শেষে তিনি বলেছেন, 'কমলে ছাপ তৃণমূল সাফ।'