তৃতীয় দফার ভোট আবহে কোচবিহার রাসমেলার মাঠে জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী ছাড়াও উত্তরবঙ্গ ভোট প্রচারে সক্রিয় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের পাশাপাশি হাওড়ার ডুমুরজলা মাঠে সভা করেছেন প্রধানমন্ত্রী। আগামী ১০ এপ্রিল চতুর্থ দফায় কোচবিহারের ৯টি কেন্দ্রে ভোট। হাওড়ার ১৬টির কেন্দ্রের মধ্যে ৭টিতে ভোট হচ্ছে মঙ্গলবারই, বাকি ৯টি আসনে ভোট হবে চতুর্থ দফায়। তার আগে ৬ এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসে কোচবিহার এবং হাওড়ায় প্রচার শুরু মোদীর। এর আগে রাজ্যে দ্বিতীয় দফার ভোটের দিনও জোড়া সভা করেছিলেন। প্রথম দফার ভোটের দিন ছিলেন বাংলাদেশে। এদিন মোদী বলেছেন, ‘আজ বিজেপির প্রতিষ্ঠা দিবসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি বাংলায় আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’ এদিন তাঁর গলায় মেরুকরণের সুরও শোনা গিয়েছে।
এদিন ডুমুরজলার সভায় আর কী বললেন তিনি--
• ক্ষুদ্র-মাঝারি শিল্প এক সময় বাংলার শক্তি ছিল, আজ তার কী পরিস্থিতি, তা সকলে দেখছেন
• শ্যামাপ্রসাদ বলতেন শাসন রাজত্ব করার জন্য নয়, নাগরিকের স্বপ্ন পূরণের মাধ্যম। এটাই আসল পরিবর্তন। বাংলায় সেটাই চাই
• তার জন্য ২ মে-র পর বিজেপি-র ডাবল ইঞ্জিন সরকার তা-ই করে দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ
• তৃণমূলের অন্দরে নেতাদের রাগ, কোন্দল প্রতিদিন বেড়ে উঠছে। ২ মে হারের পর তৃণমূল দলটা উঠে যাবে কি না, তাই এখন চর্চার বিষয়
• পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে দিদির দল পোলিং এজেন্ট পাচ্ছে না। কিছু দিন আগে পর্যন্ত নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পোলিং এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুলছিলেন
• এখন প্রকাশ্যে মানছেন, পোলিং এজেন্টরা বিদ্রোহ করছেন। গ্রামে গঞ্জে মা-বোনেরাই তৃণমূলের বিরোধিতা করছেন
• তাই পরিবারের মানুষের উপর তাঁরাই চাপ দিচ্ছেন যে দমনকারী সরকারকে প্রত্যাখ্যান করতে হবে
• দিদির তোলাবাজ, সিন্ডিকেট, অন্যায়-অত্যাচারী এবং হত্যাকারী সরকারের উপর সকলে ক্ষুব্ধ
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পরমহংসের ঐতিহ্য বহনকারী হাওড়ার মাটিকে শত শত প্রণাম
• আত্মনির্ভর ভারতের বড় প্রতীক হাওড়া গোটা দেশকে অনুপ্রেরণা জোগায়
• বাংলার এই নির্বাচন অভূতপূর্ব। ১০ বছরে দিদি বাংলার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এ বার বাংলার মানুষ ওঁকে জবাব দিচ্ছেন
• বাংলায় এ বার আসল পরিবর্তন
• বাংলার ভোটারদের নিজের জমিদারি ভাবছেন দিদি
• তৃণমূলের জমানায় হাওড়ায় শিল্প শেষ হয়ে গিয়েছে
• টাকা নেওয়ার কথা বলে মানুষের অপমান করেছেন দিদি
• দিদি বলেন দেখে নেব, বিজেপি বলে সেবা করব
এদিন কোচ বিহার রাসমেলার মাঠেও তৃণমূল সরকারের প্রতি সরব হয়েছিলেন প্রধানমন্ত্রী।
কী কী বলেছেন সেই মেলা মাঠ থেকে--
বিজেপি সরকার এলে জলের সমস্যা মেটানো হবে। প্রতি বাড়িতে পাইপলাইনে জল যাবে। আধুনিক পরিকাঠামো তৈরি হবে। কোল্ড স্টোরেজের সুবিধা পাবেন চাষীরা
মিথ্যার খেলা শেষ করতে চলো পাল্টাই, কাটমানির খেলাকে দাও বিদায়, তৃণমূলকে দাও বিদায়, চলো পাল্টাই চলো পাল্টাই
দিদি রাজ্যে দিনের পর দিন মানুষ বঞ্চিত হয়েছেন, মহিলাদের সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজ্যে গুণ্ডারাজ বে়ড়েছে
ফড়েদের অত্যাচার চলেছে, কৃষকরা, চা বাগানের কর্মীরা শোষিত হয়েছেন, সিন্ডিকেটের ক্ষমতা বেড়েছে অথচ দিদি সব মুখ বুজে দেখেছেন
আপনি নতুন কর ব্যবস্থা চালু করেছেন। ভাইপো সার্ভিস ট্যাক্স। আপনার ১০ বছরের রিপোর্ট কার্ড জানা গিয়েছে অডিও টেপে : মোদী
দিদি আপনি ভোটের ময়দানে নিজের পোস্টেই গোল করেছেন
বাংলা জুড়ে আওয়াজ উঠেছে চলো পাল্টাই। তৃণমূলকে বিদায় দিয়ে চলো পাল্টাই