Advertisment

"৪০ বছর বিজেপি করার পুরস্কার পেলাম", মুকুলদের পদপ্রাপ্তিতে ক্ষুব্ধ রাহুল সিনহা

তিনি দলে থাকবেন কি না শীঘ্রই সেই সিদ্ধান্ত নিতে চলেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাহুল সিনহা

মুকুল রায় বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদ পেতেই ক্ষোভ উগরে দিলেন বঙ্গ বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্য় সভাপতি রাহুল সিনহা। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া একদা রাজ্য রাজনীতির চাণক্য হিসাবে অভিহিত মুকুলের পদপ্রাপ্তিতে নিজের ক্ষোভ উগরে নিজের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করেছেন রাহুল সিনহা। রাহুল সিনহা বর্তমানে দলের কেন্দ্রীয় সম্পাদক ছিলেন। কিন্তু এবার তৃণমূল থেকে আসা আরেক নেতা অনুপম হাজরাকে কেন্দ্রীয় সম্পাদক করা হয়েছে। দলের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ রাহুল সিনহা। তাঁর বক্তব্যে মনে করা হচ্ছে, তিনি দলে থাকবেন কি না শীঘ্রই সেই সিদ্ধান্ত নিতে চলেছেন।

Advertisment

কী বলেছেন রাহুল সিনহা? "৪০ বছর বিজেপির সেবা ও বিজেপির একজন সৈনিক হিসাবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার এটাই পুরস্কার পেলাম যে, তৃণমূল কংগ্রেসের এক নেতা আসছে তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হতে পারে না। আমি এর বাইরে আর কিছু বলব না। পার্টি আমাকে যে পুরস্কার দিল তার পক্ষে বা বিপক্ষে আমি কিছু বলতে চাই না। আমি যা বলব ১০ থেকে ১২ দিনের মধ্যে পার্টিকে বলব। এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা আমি ঠিক করব।" রাহুল সিনহার এই বিস্ফোরণের পর মনে করা হচ্ছে মুকুল শিবির বঙ্গ বিজেপিতে ধীরে ধীরে আধিপত্য কায়েম করায় ক্ষোভ চেপে রাখতে পারেননি দীর্ঘদিনের দলীয় সৈনিক। রাজনৈতিক মহলের মত, হয়তো দল ছেড়ে দিতে পারেন তিনি। তবে কি তৃণমূলে যাবেন রাহুল সিনহা? বাড়ছে জল্পনা।

আরও পড়ুন অবশেষে বিজেপির অন্যতম শীর্ষ পদে মুকুল রায়

প্রসঙ্গত, বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম হাজরা ২০১৯ সালে ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। ওই বছরই লোকসভায় যাদবপুর থেকে পদ্ম চিহ্নে ভোট লড়েছিলেন তিনি। যদিও তৃণমূলের মিমি চক্রবর্তীর কাছে পরাজিত হন। তবে রাজনীতির ময়দান ছাড়েননি তিনি। যুব মোর্চার নানা কর্মসূচিতে দেখা যায় তাঁকে। বিভিন্ন ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হন অনুপম। তারই পুরস্কার হিসাবে তিনি কেন্দ্রীয় সম্পাদকের পদ পেলেন বলে মনে করা হচ্ছে। কিন্তু তাতে রাহুল সিনহা নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp mukul roy Rahul Sinha
Advertisment