পুনর্নির্বাচনেও উত্তেজনা এড়াতে পারল না শীতলকুচির ১২৬ নম্বর বুথ। জোড়পাটকির এই বুথেই চতুর্থ দফায় বাহিনীর বিরুদ্ধে গুলি চালনার অভিযোগ উঠেছিল। গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যুতে তপ্ত হয়েছিল রাজ্য রাজনীতি। সেদিন সেই বুথে ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছিল। অষ্টম তথা শেষ দফায় ১২৬ নম্বর বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিলেও ফের গণ্ডগোল।
ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে বিজেপির পতাকা লাগানো গাড়ি নিয়ে ঘোরার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী বরেন্দ্রচন্দ্র বর্মনের বিরুদ্ধে। নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে কমিশন। অপরদিকে, এই ঘটনা ঘিরে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধেও।
প্রসঙ্গত, শীতলকুচির জোরপাটকির ওই বুথে মোট ভোটারের সংখ্যা ৯৬৬ জন। তার মধ্যে ৫২৬ জন পুরুষ ও ৪৪০ জন মহিলা ভোটার রয়েছেন। নির্বাচনের দিন বুথের বাইরে আর যাতে কোনওভাবে জমায়েত না হয়, সেদিকে বাড়তি নজর দিয়েছে প্রশাসন। পুনর্নির্বাচনে ওই বুথে শান্তিপূর্ণ ভোট করতে সতর্ক কমিশন।
সেই কারণেই ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত একেবারেই বরদাস্ত করা হচ্ছে না। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, 'সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। ভোটারদের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে আগে থেকে মাইকিং করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে সুষ্ঠভাবে ভোটগ্রহণ হচ্ছে এই বুথে৷ ভোটগ্রহণের দায়িত্বে থাকা কর্মীদেরও নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে।'
যদিও তারই মধ্যে তৃণমূল-বিজেপি উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল প্রার্থীর অভিযোগ, 'বুথের ২০০ মিটারের মধ্যে কোন রাজনৈতিক পোস্টার বা ব্যানার থাকার কথা নয়। অথচ বিজেপি প্রার্থীর গাড়ি রয়েছে।' এমনকি, কেন্দ্রীয় বাহিনী বিজেপির দালালি করছে বলেও অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী। যদিও বিজেপি প্রার্থীর পাল্টা দাবি, ‘অশান্তি পাকাতে এসব করছেন তৃণমূল প্রার্থী।‘