Advertisment

‘এভাবে সোনার বাংলা গড়বেন?’, কোচবিহার-কাণ্ডে অমিত শাহকে খোঁচা অভিষেকের

ট্যুইটারে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন লেখেন, 'নিয়ম মেনে লড়াই করে যখন আমাদের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ হয়ে এখন গুলি করে মারছেন?'

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Election 2021, Abhishek Banerjee, Corona Vaccine, Burdwan, Modi Government

অভিষেক বন্দ্যোপাধ্যায়

কোচবিহারের মাথাভাঙায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনায় সরসারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকেই আঙুল তুললেন ডেরেক ও ব্রায়েন৷ তাঁর অভিযোগ, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে রাজ্যের ডিজি এবং এডিজি-কে বদল করেছে নির্বাচন কমিশন৷ পাশাপাশি কোচবিহারের এসপি-কেও সরিয়ে দেওয়া হয়৷ তার পরেই এই ঘটনা ঘটায় পুলিশের শীর্ষ স্তরে এই রদবদলকে নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ৷ একইভাবে ট্যুইটারে সরব হয়েছেন অপর এক তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisment

ট্যুইটারে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন লেখেন, 'নিয়ম মেনে লড়াই করে যখন আমাদের সঙ্গে এঁটে উঠতে ব্যর্থ হয়ে এখন গুলি করে মারছেন?' মোদি- শাহকে ইঙ্গিত করে এর পর ডেরেক বলেছেন, 'আপনাদের নির্দেশেই সম্প্রতি রাজ্যের ডিজি, এডিজি এবং যেখানে এই হত্যাকাণ্ড হয়েছে সেখানকার পুলিশ সুপারকে বদল করেছে নির্বাচন কমিশন৷ আপনাদের দু' জনের হাতেই রক্ত লেগে আছে৷ কিন্তু আপনারা এর সঙ্গে অভ্যস্ত৷'

এদিন ট্যুইট করে অভিষেক লেখেন, ‘অমিত শাহ এভাবে আপনারা সোনার বাংলা গড়বেন? কেন্দ্রীয় বাহিনীর গুলিতে কোচবিহারে ৫ জনের মৃত্যুতে আমি মর্মাহত।‘ এ দিন কোচবিহারের শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙার জোড়পাটকিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ আহত হন বেশ কয়েকজন৷ এই ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি৷ এই ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷

গোটা ঘটনায় স্বভাবতই নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস৷ রাজ্যের শাসক দল কটাক্ষ করে বলেছে, মানুষ নির্বাচন কমিশনকে শো-কজ করেছে৷ কমিশন তার জবাব দিক৷ যদিও সিআইএসএফ সূ্ত্রে দাবি করা হয়েছে, আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে সিআইএসএফ৷ বাহিনীর হাতে থাকা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ারও চেষ্টা হয়৷ বুথের ভিতরে ঢুকে ভাঙচুরের চেষ্টাও হয় বলে অভিযোগ৷ গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ কমিশনে জমা দেওয়া হয়েছে বলে সিআইএসএফৃ-এর তরফে জানা গিয়েছে৷

tmc abhishek banerjee twitter West Bengal Election 2021 Derek
Advertisment