Advertisment

'হিম্মত থাকলে আটকে দেখান, ইডি-সিবিআই দেখিয়ে লাভ নেই', অমিত শাহকে চ্যালেঞ্জ অভিষেকের

Abhishek Banerjee: "দেশের সব রাজ্যে তৃণমূল যাবে। কোনও মাই কা লাল থাকলে, বিজেপির হিম্মত থাকলে আটকে দেখাও।"

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee wants elections to stop during corona

অভিষেক বন্দ্যোপাধ্যায়

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনই কয়লা পাচার-কাণ্ডে সস্ত্রীক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। দিল্লিতে অভিষেক ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শনিবার এই ইস্যুতে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত নিয়ে বিজেপিকে তোপ দাগলেন অভিষেক। একইসঙ্গে ত্রিপুরা নিয়েও কড়া বার্তা দিলেন তিনি।

Advertisment

এদিন তিনি বলেন," ইডি-সিবিআই দেখিয়ে আমাদের কিছু হবে না। আমরা ভয় পাই না। উল্টে আমাদের জেদ বেড়ে যাবে। এবার সব রাজ্যে খেলা হবে। যাঁরা ভাবছে, ইডি-সিবিআই দিয়ে ধমকে চমকে রাখবেন, আপনারা যত এসব করবেন তত দৃঢ় প্রতিজ্ঞ হব।" অমিত শাহকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক বলেন, "অমিতি শাহকে চ্যালেঞ্জ করছি। আপনি আমাদের আটকে দেখান। আপনাদের কী মনে হ, ধমকানি-চমকানিতে আমরা বসে যাব? জান-প্রাণ যাবে, যা করার করে নিন।"

ত্রিপুরা নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেকের হুঙ্কার, "বুকের পাটা থাকলে, তৃণমূলকে আটকাও। বিজেপিকে চ্যালেঞ্জ করছি। ত্রিপুরার জনগণকে আশ্বস্ত করছি, আপনাদের অধিকার রক্ষায় আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব। দেশের সব রাজ্যে তৃণমূল যাবে। কোনও মাই কা লাল থাকলে, বিজেপির হিম্মত থাকলে আটকে দেখাও।"

আরও পড়ুন কয়লা পাচারকাণ্ডে সস্ত্রীক অভিষেককে ইডির সমন, ‘ষড়যন্ত্র’- তোপ তৃণমূলের

এদিন ত্রিপুরার আগরতলায় বিশাল মিছিল করেছে তৃণমূল। সাংসদ শান্তনু সেন, রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, ও ত্রিপুরার নেতা সুবল ভৌমিকের নেতৃত্বে বিরাট মিছিল নিয়ে অভিষেকের মন্তব্য, "দেখে নিয়েছেন তো কোথায় মাথা আর কোথায় ল্যাজ! যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখবেন সেদিন ভূমিকম্প হবে।"

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

amit shah abhishek banerjee
Advertisment