Advertisment

'খেলব বলেছিলাম, খেলে দিলাম', কমিশনকে থোড়াই কেয়ার বীরভূমের কেষ্টর

প্রতি ভোটের মতোই এবারও ভোট শুরুর প্রথম পাঁচ ঘণ্টা দেখা মেলেনি বীরভূম তৃণমূলের জেলা সভাপতির।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Election Result 2021, Anubrata Mandol, Birbhum, BJP, TMC

অনুব্রত মণ্ডল। ফাইল ছবি

কাল অর্থাৎ শুক্রবার অবধি নজরবন্দি অনুব্রত মণ্ডল। বুধবার কমিশনের নজরদারি ভেদ করে উধাও হয়ে গিয়েছিলেন তিনি। যদিও পরে তারাপীঠ মন্দিরে খোঁজ মেলে কেষ্টর। তবে বৃহস্পতিবার ভোটের দিন সেভাবে কমিশনকে বেগ পেতে হয়নি। তবে, অষ্টম তথা শেষ দফার ভোটের শেষে কমিশনের প্রতি ‘থোড়াই কেয়ার’ মনোভাব দেখালেন বীরভূমের তৃণমূল সাংসদ অনুব্রত মণ্ডল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি জানিয়ে দিলেন, ‘‘খেলব বলেছিলাম, দেখিয়ে দিলাম।’’

Advertisment

বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফার ভোটে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। তৃণমূলের লোকজন মিলে বোলপুরে তাদের প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। কিন্তু অনুব্রতর সাফ জবাব, ‘চুনোপুটির মতো ও সব বলে লাভ নেই। খেলা ভালই হয়েছে।'

বৃহস্পতিবার অর্থাৎ ভোটের দিন সকাল থেকেই স্বেচ্ছায় গৃহবন্দি ছিলেন নজরবন্দি অনুব্রত। প্রতি ভোটের মতোই এবারও ভোট শুরুর প্রথম পাঁচ ঘণ্টা দেখা মেলেনি বীরভূম তৃণমূলের জেলা সভাপতির। বেলা বাড়তেই ভোটে দিতে মেয়ে সুকন্যাকে নিয়ে বেরিয়ে আসেন তিনি।

দলীয় কর্মীদের বাইকের পিছনে বসে যান বুথে। কিন্তু আর ঝুঁকি নেয়নি কমিশন। তাঁকে নজরবন্দির দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা শাসক কয়েকজন আধা সেনা নিয়ে অনুব্রতের পিছনে ধাওয়া করেন। তবে, বাহিনী ও কমিশনকে সমস্যায় ফেলেননি কেষ্ট।

Birbhum Final phase of Bengal Poll 2021 anubrata mondal election commission
Advertisment