Mamata Banerjee: মুকুল রায়ের বিজেপি ত্যাগের পর অনেক বিজেপি নেতাই এখন বেসুরো। বিজেপি ত্যাগ করেছেন মুকুল ঘনিষ্ঠ নেতা রতন ঘোষ। বেসুরো রাজীব বন্দ্যোপাধ্য়ায়, দুলাল বর, সুনীল সিংরা। রাজীবের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে। এই অবস্থায় বেসুরোদের তীব্র কটাক্ষ করলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। রবিবার একটি অনুষ্ঠানে রাজীবের ঘরে ফেরার জল্পনা নিয়ে বলতে গিয়ে তৃণমূলকে অক্সিজেন পার্লারের সঙ্গে তুলনা করলেন অভিনেতা।
এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃবিয়োগ হওয়ার পর নাকতলায় তাঁর বাড়িতে শ্রদ্ধা জানাতে যান রাজীব। গতকাল কুণাল ঘোষের বাড়িতে বিজেপি নেতার সৌজন্য সাক্ষাৎ ঘিরে ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। যা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার খোঁচা দিলেন উত্তরপাড়ায় তাঁর শিষ্য কাঞ্চন মল্লিক।
আরও পড়ুন প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের মা, শ্রদ্ধা জানাতে মন্ত্রীর বাড়িতে রাজীব
নব নির্বাচিত বিধায়কের কটাক্ষ, "রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু বলব না। মুকুলদা দলে ফিরেছেন। আসলে তৃণমূল হল অক্সিজেন পার্লারের মতো। অক্সিজেনের সিলিন্ডার হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁকে ছেড়ে গেলে অক্সিজেনের অভাব হবে। যাঁরা অন্য দলে গিয়ে এখন বলছেন দমবন্ধ হয়ে আসছে, আমি তাঁদের চ্যালেঞ্জ করে বলব, অন্য কোনও দলে এমন অক্সিজেন পাবেন না। তাই খাবি খাওয়া মাছের মতো ফিরে আসছেন।"
আরও পড়ুন আপাতত মুখে কুলুপ, মুকুল ইস্যুতে সমঝে এগোচ্ছে বিজেপি
এদিকে, তৃণমূলের রাজ্য সম্পাদক তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "দলত্যাগীদের দলে ফেরানো নিয়ে শেষ কথা বলবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বলবেন সেটাই শিরোধার্য। দলের কর্মী হিসাবে আমরা মানব।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন