সবঠিক থাকলে বোলপুরে মমতার রোড শোয়ে দেখা যাবে বাসুদেব দাস বাউলকে। গত রবিবার তাঁর বাড়িতেই সপার্ষদ মধ্যাহ্নভোজ সারেন অমিত শাহ। লকডাউনে রাজ্য সরকারের দেওয়া রেশনের বিনামূল্যে চাল এবং বাউল শিল্পীদের ভাতাই ছিল সম্বল। তাও শাহ আসবেন বলে বাজার থেকে মিনিকেট চাল এনে পঞ্চব্যঞ্জনে আপ্যায়ন করেছেন। তারপর তাঁর হৃদমাঝারে গানের সুরে মজেন শাহ-বিজয়বর্গীয়রা।
আরও পড়ুন তৃণমূলে ফিরতেই সুজাতাকে পুলিশি নিরাপত্তা দিল নবান্ন
কিন্তু দ্রুত খাওয়া-দাওয়া সেরে, গান শুনে চলে যান শাহ। কোনও কথাই হয়নি সেভাবে তাঁর সঙ্গে। এমনকী পরে বিজেপি নেতারাও আর খোঁজ নেননি বলে আক্ষেপের সুর বাসুদেববাবুর গলায়। মেয়ে এমএ পাশ করে ঘরে বসে রয়েছে। তাঁর উচ্চশিক্ষার জন্য তদ্বির করবেন ভেবেছিলেন। “স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চেয়েছিলাম মেয়ের উচ্চশিক্ষার ব্যাপারে। মেয়েটাকে টাকার অভাবে ডিএড করাতে পারিনি। কিন্তু সে কথা আর বলা হল কই!”, বলেন বাউল শিল্পী।
বোলপুরে জেলা তৃণমূলের পার্টি অফিসে বসে বাসুদেববাবুর অনুযোগ শুনে শিক্ষা সেলের দায়িত্বে থাকা নেতাকে অনুব্রত মণ্ডল নির্দেশ দেন, তাঁর মেয়ের ডিএড প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে। দল তাঁকে সবরকম সাহায্য করবে বলে আশ্বাসও দেন জেলা তৃণমূল সভাপতি।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন