Prabir Ghoshal BJP: বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবি হতেই একে একে বেসুরো দলবদলু নেতা-নেত্রীরা। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া নেতা-নেত্রীরা ফের ঘাসফুল শিবিরে ফিরতে চাইছেন। কেউ চিঠি দিয়ে ক্ষমা চাইছেন, কেউ বিজেপির বিরুদ্ধে অভিমান দেখিয়ে বেসুরো গাইছেন। সেই পথেই হাঁটলেন এবার তৃণমূল ত্যাগী প্রবীর ঘোষাল। উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক এবার বেসুরো।
দিন পনেরো আগে মাতৃবিয়োগ হয় প্রবীর ঘোষালের। কিন্তু প্রাক্তন বিধায়কের আক্ষেপ, কোনও বিজেপি নেতাই ফোন করে বা অন্য উপায়ে যোগাযোগ রাখেননি তাঁর সঙ্গে। খোঁজও নেননি রাজ্য বিজেপির কোনও শীর্ষ নেতা। এমনকী উত্তরপাড়ার বর্তমান বিধায়ক কাঞ্চন মল্লিক এবং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফোনে খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন প্রবীর। তিনি জানিয়েছেন, তাঁর মাতৃবিয়োগের খবর পেয়ে শোকবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা রীতিমতো মন ছুঁয়েছে প্রবীরের।
আরও পড়ুন সংক্রমণের আশঙ্কা এড়াতে গৃহবন্দি থাকতে চান ছত্রধর, আদালতে আবেদন
তাঁর আক্ষেপ, "মা মারা গিয়েছেন কিন্তু খোঁজ নেননি রাজ্য বিজেপি নেতারা। স্থানীয় নেতা-কর্মীরা পাশে থাকলেও রাজ্য নেতারা খোঁজ নেননি।" অভিমানী প্রবীরের এই মন্তব্যে ফের অস্বস্তিতে বিজেপি। কয়েকদিন আগে সোনালি গুহ, দীপেন্দু বিশ্বাসরা তৃণমূলে ফিরতে চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। বেসুরো গাইছেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও। মায়ের অসুস্থতার জন্য যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী খোঁজ নিয়েছেন তাতে তিনি অভিভূত বলে প্রকাশ্যে জানিয়েছেন।
আরও পড়ুন বিধি মানতে সিদ্ধান্ত বদল, মমতার বৈঠকে হাজিরায় দূরের জেলার প্রতিনিধিদের বিশেষ বার্তা
এবার প্রবীরের অভিমানে রাজ্য রাজনীতি সরগরম। উল্লেখ্য, ভোটে হারার পর প্রবীরের গলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গিয়েছিল। মানুষ বিজেপিকে গ্রহণ করেনি, একথা অকপটে স্বীকার করেন পদ্ম নেতা। এবার তাঁর বেসুরো মন্তব্যের জেরে সিঁদুরে মেঘ দেখছে গেরুয়া শিবির।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন