Advertisment

‘এই জয় আনন্দের নয়, বরং দায়িত্বের’, রাজ্যের Corona প্রসঙ্গ টেনে মন্তব্য ববির

নবান্ন দখলের লড়াইয়ে ফিরহাদ নিজে কলকাতা বন্দর থেকে প্রার্থী হয়েছেন। সেখানে দুপুর পর্যন্ত বিজেপি-র অওয়ধ কিশোর গুপ্তর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ১৭ হাজার।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Election Result 2021, Firhad Hakim, Corona Bengal

ফিরহাদ হাকিম ফাইল ছবি।

 বঙ্গ ভোট গণনার দুপুর পর্যন্ত ট্রেন্ডে দুই-তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস। সন্ধ্যা পর্যন্ত এই ধারা বজায় থাকলে মুখ্যমন্ত্রী হিসেবে হ্যাটট্রিক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এদিন ইভিএমে ভোট গণনার প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন বিদায়ী মন্ত্রী তথা কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। পাশাপাশি দুপুর ১২টাতেই ২০০ আসনে এগিয়ে দল। তাতেই জয় সম্পর্কে নিশ্চিত তৃণমূল। তবে দেশের করোনা যে ভয়াবহ আকার ধারণ করেছে, তাতে এটা উচ্ছ্বাস দেখানোর সময় নয় বলে জানিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisment

তাঁর মন্তব্য, ‘এই জয়ে কোনও বিজয় মিছিল হবে না। এটা আনন্দের সময় নয়। রাজ্যে কত মানুষ মারা যাচ্ছেন। আমার নিজের অনেক আত্মীয় মারা গিয়েছেন। এমনকি যাঁরা আমাকে ভোট দিয়েছিলেন, তাঁদের অনেকেই নেই। এই অবস্থায় বিজয় মিছিল বা আনন্দ করার মতো মানসিক অবস্থা নেই আমার।’

তিনি আরও বলেন, ‘এটা হইহই করার জয় নয়। এটা দায়িত্বের জয়। দায়িত্ব নিয়ে সরকারকে কাজ করতে হবে। সামনে কাঁটার রাস্তা। সব কিছু ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। শ্মশানে শ্মশানে শবদেহ ভর্তি। হাসপাতালে শয্যা নেই। চারিদিকে হাহাকার। আমি দৌড়ে বেড়াচ্ছি। করোনার বিরুদ্ধে আবার শুরু থেকে লড়াইয়ে নামতে হবে।’

নবান্ন দখলের লড়াইয়ে ফিরহাদ নিজে কলকাতা বন্দর থেকে প্রার্থী হয়েছেন। সেখানে দুপুর পর্যন্ত বিজেপি-র অওয়ধ কিশোর গুপ্তর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ১৭ হাজার। তবে জিতবেন বলে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন ফিরহাদ। তাঁর বক্তব্য, “কোনও দুশ্চিন্তা নেই আমার। টেনশন লেনে কা নহি, দেনে কা হ্যায়। মানুষের জন্য কাজ করেছি। আমি নিজেকে ‘ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল’ বলে মনে করি। মানুষ বিবেচনা করে মতামত দিয়েছেন।’’

তবে নিজের কেন্দ্রে ফিরহাদ প্রতিপক্ষের থেকে নিরাপদ ব্যবধান বজায় রাখতে সক্ষম হলেও, নন্দীগ্রাম ভাবাচ্ছে তৃণমূলকে। সেখানে শুভেন্দু অধিকারীর কাছে পিছিয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ফিরহাদের বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের দুশ্চিন্তার কোনও কারণ নেই। আমরা কাজ করেছি। উত্তরপ্রদেশ, বিহারের মতো ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে ভোট হয় না বাংলায়। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফিরছে তৃণমূল। তৃতীয় বার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

এদিকে, ভোট গণনা কেন্দ্রে ঢোকার আগেও আত্মবিশ্বাসী মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। গীতার শ্লোক আউরে তিনি বলেছেন, ‘কর্ম করে ফলের আশা কর না। আমরা সারা বছর কর্ম করেছি। ফল দেবেন জনগণ।‘

Advertisment