গত ৮ জুলাই, শনিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি হরিদ্বারে কানওয়ার যাত্রীদের পা ধুইয়ে দিয়েছেন। তিনি বলেন, 'কানওয়ারিদের সেবা করা আসলে তাঁদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন।' ধামি জানিয়েছেন, এবছর যাত্রীদের জন্য যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কানওয়ারিদের জন্য স্বাস্থ্যশিবির তৈরি করা হয়েছে। বানানো হয়েছে বায়ো টয়লেট। যাত্রীদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। টিদের ছাদনার ব্যবস্থা করা হয়েছে। এবছর কানওয়ার যাত্রা শুরু হয়েছে ৫ জুলাই। চলবে, ১৫ জুলাই পর্যন্ত। গত বছরও উত্তরাখণ্ড একই ছবি দেখেছিল। সেই বছরই প্রথমবার কানওয়ার যাত্রীদের জন্য সুব্যবস্থার লক্ষ্যে বাজেটের ঘোষণা করেছিল উত্তরাখণ্ডের বিজেপি সরকার। সেই সময়ও দেখা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি কানওয়ার যাত্রীদের পা ধুইয়ে দিচ্ছেন।
অবশ্য ধামি গতবার থেকে কানওয়ার যাত্রীদের জন্য বিরাট ব্যবস্থা চালু করলেও কানওয়ার যাত্রা নতুন কিছু নয়। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে কানওয়ার যাত্রা চলে। বাঁক কাঁধে শিবের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ পুণ্যার্থী বা কানওয়ার যাত্রীর ভিড় লক্ষ্য করে উত্তরাখণ্ডের হরিদ্বার, গোমুখ, গঙ্গোত্রী। বিহারের সুলতানগঞ্জ, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, অযোধ্যা, বারাণসী। মহাদেবকে সন্তুষ্ট করার জন্য এই পুণ্যার্থীরা বাঁকে ঝোলানো ঘটিতে জল নিয়ে মাইলের পর মাইল হেঁটে যান। আর, সেই জল শিবের মাথায় ঢালেন। এই পুণ্যার্থীদের সুবিধার্থে বিভিন্ন রাজ্যের সরকার নানা ব্যবস্থা গ্রহণ করেছে।
আরও পড়ুন- ব্যাপকহারে বর্ষণের জের, ২০১৩ থেকেই বন্যা দেখছে ভারত, শিক্ষা নেওয়া হয়নি তারপরও!
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার যেমন রাজ্যে কানওয়ার যাত্রীদের যাত্রাপত্রে এবছর মাংস বিক্রি নিষিদ্ধ করেছে। এই সিদ্ধান্ত ঘোষণা করার সময় যোগী আদিত্যনাথ বলেন, 'পুণ্যার্থীদের ধর্মীয় বিশ্বাসের কথা মাথায় রেখে যাত্রীদের পথে মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। যাত্রীদের পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখা উচিত। যাত্রীদের পথে পর্যাপ্ত আলোরও ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে প্রচণ্ড গরম পড়েছে। তাই যাত্রীদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে।'