scorecardresearch

‘উন্নয়নের জোয়ারে সামিল হোন, বিতর্ক থেকে দূরে থাকুন’ দলের নেতাদের বিরাট বার্তা নাড্ডার

এর আগেও প্রধানমন্ত্রী মোদী দলের নেতাদের অপ্রয়োজনীয় মন্তব্য’ না করার পরামর্শ দেন।

bjp president jp nadda west bengal visit updates
জেপি নাড্ডা

‘বিতর্ক থেকে দূরে থাকুন, উন্নয়নের রাজনীতি করুন’ বিজেপি নেতা সাংসদদের কড়া দাওয়াই জে পি নাড্ডার। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাংসদ ও দলের নেতাদের যে কোন ধরণের বিতর্ক এডিয়ে চলার পরামর্শ দিয়েছেন। তিনি স্পষ্টতই সাম্প্রতিক বিতর্কের কথা উল্লেখ করেন, উত্তর পূর্ব দিল্লির সাংসদ মনোজ তিওয়ারি মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের স্বঘোষিত ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রীর সঙ্গে দেখা করা নিয়ে শুরু হয় বিতর্ক।

পাশাপাশি নাড্ডা দলের সাংসদ-নেতাদের “উন্নয়নের রাজনীতি”র দিকেও মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দলের সাংসদ-নেতাদের যে কোন ধরণের বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়ার পাশাপাশি অযাচিত মন্তব্য না করারও পরামর্শ দেন। নাড্ডা দলের নেতাদের সাম্প্রতিক বাজেট, নিজের নির্বাচনী এলাকায় উন্নয়নমূলক কাজকর্ম একই সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডের উপর জোর দেওয়ার পরামর্শ দেন।

আরও পড়ুন: [ জ্যান্ত পুড়িয়ে খুন! পুলিশ ও বজরং দলের ভুমিকা নিয়েই প্রশ্ন, পরিবারের মারাত্মক অভিযোগ ]

শুক্রবার বিজেপি সাংসদদের উদ্দেশ্যে একটি ভার্চুয়াল বৈঠকে ভাষণ দেওয়ার সময়, তিনি বিরোধীদের সমালোচনার কথা উল্লেখ করে দলের নেতা-কর্মীদের যে কোন ধরণের বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেন।এর আগেও প্রধানমন্ত্রী মোদী দলের নেতাদের উদ্দেশ্যে  ‘সিনেমা নিয়ে অপ্রয়োজনীয় মন্তব্য’ না করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ‘দেশে উন্নয়নের জোয়ার বইছে, এমন সময়ে কিছু কিছু মানুষ আছেন যারা একটি সিনেমা নিয়ে এমন কিছু ‘বিবৃতি’ দেন, যা মিডিয়ার সারাদিনের আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। তা নিয়ে দলকে অস্বস্তিতে পড়তে হয়’। প্রধানমন্ত্রী মোদী এদিন দলের নেতাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন,  ‘দলের নেতাদের এই ধরণের ‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলা উচিৎ’।

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Stay away from controversies nadda tells bjp mps