Advertisment

বিজেপির ওপর আক্রমণের ঝাঁঝ বাড়ালো কংগ্রেস, মণিপুর ইস্যুতে মোদীর নীরবতা নিয়ে প্রশ্ন

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন এন বীরেন সিং যে অযোগ্য তা প্রমাণিত।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah, Narendra Modi, Manipur protests, Manipur violence, Manipur violent protests, Manipur unrest, Meitei community, kuki community, Manipur curfew, Manipur, N Biren Singh, Indian Express, India news, current affairs

মণিপুর নিয়ে বিজেপির উপর আক্রমণ জোরদার করে, কংগ্রেস অমিত শাহ'র ভূমিকা নিয়ে প্রশ্ন! প্রধানমন্ত্রী মোদীর 'নিরবতা'কে এবার নিশানা করেছে দল। মণিপুরে হিংসা অব্যাহত। রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরের ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। এমন পরিস্থিতিতে বিরোধী দল কংগ্রেস মণিপুর হিংসা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে। একই সঙ্গে মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নীরবতা' নিয়েও প্রশ্ন তুলেছে।

Advertisment

মণিপুর সঙ্কট নিয়ে আলোচনা করার জন্য শাহ একটি সর্বদলীয় বৈঠক ডাকেন। বৈঠকে তিনি সব রাজনৈতিক দলগুলিকে আশ্বস্ত করে বলেছিলেন 'রাজ্যের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে'। এদিকে রাজ্যে হিংসার ঘটনায় মুখ্যমন্ত্রী অযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস আবারও বীরেন সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণের দাবি জানিয়েছে।

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন বীরেন সিং "কাজের নয়" তা প্রমাণিত। তার নেতৃত্বে মণিপুরে শান্তি ফেরানো সম্ভব নয়। কংগ্রেস ছাড়াও, মণিপুরে শান্তির বিষয়ে আলোচনায় সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা, সিপিআই(এম) নেতা হান্নান মোল্লা এবং নীলোৎপল বসু, ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক জি দেবরাজন এবং মণিপুরের বেশ কয়েকজন বিরোধী নেতা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে, রমেশ বলেছিলেন মণিপুর জ্বলছে অথচ প্রধানমন্ত্রী মোদী "চুপ"। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে নিশানা করার পাশাপাশি এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।

৩রা মে থেকে মণিপুরে অব্যাহত জাতিগত হিংসা আদালত মেইতি সম্প্রদায়ের লোকদেরকে তফসিলি জাতি (এসসি/এসটি) মর্যাদা দেওয়ার পর থেকে মেইতি এবং উপজাতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ১২০ জন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুতও হয়েছেন।

CONGRESS amit shah Manipur
Advertisment