রাজ্যের অন্য়তম গেরুয়া গড়ে জোড়া-ফুল ফোটার অপেক্ষা। প্রায় ২ লক্ষ ৮০ হাজার ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। 'মানুষের মাথা পেতে মেনে নেব' বলে পরাজয় স্বীকার করে নিয়েছেন বিজেপির আগ্নিমিত্রা পাল। এই পরিস্থিতিতেও উত্তপ্ত হল কাউন্টিং সেন্টারের বাইরের এলাকা। অভিযোগ, এ দিন বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্রে থেকে বেরিয়ে আসতে দেখেই 'জয় বাংলা' স্লোগান তোলেন তৃণমূলের কর্মী, সমর্থকরা। পাল্টা 'জয় শ্রীরাম' বলেন অগ্নিও। যা ঘিরেই উত্তেজনা ছড়ায়। এর মাঝেই অগ্নিমিত্রা পালের গাড়ি লক্ষ্য করে ইট উড়ে আসে। যদিও তা লক্ষ্যভ্রষ্ঠ হয়ে পড়ে পুলিশের গাড়িতে। এরপর পুলিশ উভয় পক্ষকেই সংযত করে। ফলে উত্তেজনা আর বাড়েনি।
স্থানীয়দের একাংশের দাবি, গণনা কেন্দ্রের মধ্যেই সোল্গান, পাল্টা স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনার সূচনা হয়েছিল।
পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন, 'বিজেপি প্রার্থী এলাকায় উসকানি দেওয়ার চেষ্টা করছিলেন। এরা হেরেও হারে না। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সব ঠির হয়ে গিয়েছে।'
গোটা ঘটনা জানতে পেরে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।