Advertisment

ক্যামেরার সামনে পোজ না দিয়ে মেঘালয়ে শ্রমিকদের বাঁচান: মোদীকে রাহুল

"দু’সপ্তাহ ধরে খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই প্রধানমন্ত্রীর। তিনি বোগিবিল ব্রিজে ক্যামেরায় পোজ দিতেই ব্যস্ত।"

author-image
IE Bangla Web Desk
New Update
rahul gandhi, রাহুল গান্ধী

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধী। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মেঘালয়ের খনিতে আটকে পড়া শ্রমিকদের নিয়ে এবার সরব হলেন রাহুল গান্ধী। প্রায় দু'সপ্তাহ পার হয়ে গিয়েছে, এখনও খনি থেকে উদ্ধার করা যায়নি আটকে পড়া শ্রমিকদের। এ ঘটনায় সরকারের "উদাসীনতা" নিয়েই সোচ্চার হয়েছেন কংগ্রেস সভাপতি। লোকসভা ভোটের আগে আরও একবার মোদীকে এ নিয়ে নিশানা করলেন সোনিয়া পুত্র।

Advertisment

মেঘালয়ে খনি বিপর্যয় নিয়ে মোদীকে কটাক্ষের সুরে টুইটারে রাহুল লেখেন, "দু’সপ্তাহ ধরে খনিতে আটকে রয়েছেন ১৫ জন শ্রমিক। সেদিকে কোনও ভ্রুক্ষেপ নেই প্রধানমন্ত্রীর। তিনি বোগিবিল ব্রিজে ক্যামেরায় পোজ দিতেই ব্যস্ত। এখনও ওঁর সরকার একটা শক্তিশালী পাম্প জোগাড় করতে পারল না।" এরপরই রাহুলের সংযোজন, "দয়া করে খনি শ্রমিকদের উদ্ধার করুন, প্রধানমন্ত্রী।"

উল্লেখ্য, মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় খনিতে জল ঢুকে পড়ায় আটকে পড়েন ১৫ জন শ্রমিক। দু’সপ্তাহ পরেও আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। শ্রমিকদের উদ্ধারের জন্য উপযুক্ত পরিকাঠামোর অভাবে উদ্ধারকাজ বিঘ্নিত হয়েছে। এনডিআরএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট সন্তোষ সিং ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, খনি থেকে নতুন করে আর জল বের করা যায়নি। কারণ, মাত্র দুটি ২৫ হর্স পাওয়ারের পাম্প রয়েছে, ফলে কোনও লাভ হচ্ছে না। তাঁর মতে, "জল বের করতে হলে ১০ টি ১০০ হর্স পাওয়ারের পাম্প প্রয়োজন।"

আরও পড়ুন, মেঘালয়ে খনিতে জল ঢুকে বিপত্তি, ১৩ জনের মৃত্যুর আশঙ্কা

এদিকে দু’,সপ্তাহ ধরে খনির মধ্যে আটকে থাকায় শ্রমিকরা যে আর ঘরে ফিরবেন না, সেই কঠিন সত্যটা মেনে নিয়েছেন তাঁদের পরিজনরা। ওমর আলি ও শিরাপত আলির এক আত্মীয় আজিয়ার রহমান বলেন, "জলের স্তরই কমাতে ব্যর্থ কর্তৃপক্ষ। উদ্ধারকাজে তেমন কোনও আগ্রহ দেখাচ্ছে না সরকার। আমরা ধীরে ধীরে মেনে নিয়েছি যে, আমাদের ছেলেরা আর বেঁচে ফিরবে না।"

উল্লেখ্য, ২০১৪ সালে মেঘালয়ে যত্রতত্র ইঁদুরের গর্তের মতো খনি তৈরিতে নিষেধাজ্ঞা জারি করেছিল জাতীয় পরিবেশ আদালত। কিন্তু আদালতের সেই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে সে রাজ্যে যত্রতত্র বেআইনিভাবে খনি তৈরি করা হচ্ছে বলে গত নভেম্বরে সরব হন সমাজকর্মী অ্যাগনেস খার্শিইং। বেআইনি ভাবে একটি খনি তৈরি নিয়ে সরব হওয়ায় অ্যাগনেসের সহকর্মী অমিতা সাংমার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।

Read the full story in English

PM Narendra Modi rahul gandhi
Advertisment