অতি সংকটজনক মন্ত্রী সাধন পাণ্ডের শারীরিক অবস্থা। ফুসফুসে সংক্রমণ বেড়েছে। হৃদস্পন্দনও অনিয়মিত। সোমবার হবে এমআরআই। কিন্তু শনিবার মধ্যরাত থেকেই সাধান পাণ্ডেকে নিয়ে ভিত্তিহীন খবর রটে যায়। যাকে কেন্দ্র করে বিব্রত সাধানবাবুর পরিবার ও অনুগামীরা। এই ধরনের ভুয়ো খবর থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন মন্ত্রীর কন্যা শ্রেয়া পাণ্ডে।
Advertisment
মন্ত্রীর সুস্থতা কামনায় এদিন মন্দিরে পুজো দেন সাধান পাণ্ডের কন্যা শ্রেয়া। বাবা তথা মানিকতলার বিধায়করে শারীরির পরিস্থি নিয়ে তিনি বলেন, 'বাবাকে ৩০ শতাংশ অক্সিজেন দেওয়া হচ্ছে। চিকিৎসকরা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার কথা জানিয়েছেন। তার আগে কিছু বলা হবে না। তবে, যে অবস্থায় সাধানবাবুকে হাসপাতালে আনা হয়েছিল তার থেকে সামান্য ভালো আছেন তিনি।'
Advertisment
এরপরই সাধান পাণ্ডেকে নিয়ে গুজব উড়িয়ে সোশাল মিডিয়ায় শ্রেয়া লেখেন, 'কিছু সোশ্যাল মিডিয়া তে আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ভুল খবর রটেছে। এটি আমার পরিবার, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে এবং আমি এই বিষয়ে সারাক্ষন ফোন পেয়েই যাচ্ছি। দয়া করে এ জাতীয় রটনা থেকে বিরত থাকুন। এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে আপনারাও চিন্তিত, তাঁর শীঘ্রই সুস্থ হয়ে ওঠার জন্য আমাদের কেবল আপনাদের প্রার্থনা দরকার। আমার বাবা একজন যোদ্ধা এবং তিনি এবারও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন । প্রার্থনার শক্তি অসীম, তাঁর জন্য আপনারা সেই প্রার্থনায়ই করুন।'
শ্রেয়া পাণ্ডের পোস্ট
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন