Advertisment

Kejriwal On CAA: 'সিএএ নিয়ে মিথ্যা বলা বন্ধ করুন', কেজরিওয়ালকে ধমক বিজেপির

ঘৃণ্য মানসিকতার প্রতিফলন মন্তব্য বিজেপির।

author-image
IE Bangla Web Desk
New Update
kejriwal, arvind kejriwal, arvind kejriwal CAA, kejriwal citizenship amendment acT, kejriwal CAA press conference

দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এবার সিএএ নিয়ে দেশবাসীকে মিথ্যা বলা ও বিভ্রান্ত করার অভিযোগ উঠল দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে।

দেশজুড়ে লাগু হয়েছে সিএএ। এবার সিএএ নিয়ে দেশবাসীকে মিথ্যা বলা ও বিভ্রান্ত করার অভিযোগ উঠল দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কী বলেছেন তিনি? কেজরির দাবি, সিএএ-এর মাধ্যমে চাকরি পাবেন শরণার্থীরা। স্থায়ি বসতি পাবেন পাকিস্তানিরা।

Advertisment

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সম্পর্কে কেজরিওয়ালের মন্তব্যের জেরে বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে ধমক দিয়েছে বিজেপি। সেই সঙ্গে তাঁকে সিএএ নিয়ে "মিথ্যা বলা বন্ধ করতে" বলেছে কেন্দ্রের শাসক দলের নেতা।

বিজেপি বুধবার নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সম্পর্কে তার মন্তব্যের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করেছে এবং তাকে আইন সম্পর্কে "মিথ্যা বলা বন্ধ করতে" বলেছে। নাগরিকত্ব (সংশোধনী) আইন অর্থাৎ CAA কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার।

এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নির্যাতিত হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি ও খ্রিস্টানরা ভারতীয় নাগরিকত্ব পাবেন। যদিও এই ইস্যুতে কেন্দ্রীয় সরকারেরও বিরোধিতা করছে বিরোধী দলগুলি। একই ধারাবাহিকতায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও বুধবার সিএএ ইস্যুতে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেই সঙ্গে আইন লাগু হওয়া নিয়ে বিজেপিকে নিশানা করেন।

সিএএ নিয়ে কেজরির মন্তব্য

অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে 'কেন্দ্র বলছে যে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান - 'তিনটি দেশের সংখ্যালঘুরা যদি ভারতীয় নাগরিকত্ব নিতে চায় তবে তাদের তার জন্য অনুমতি দেওয়া হবে। এর মানে হল আমাদের দেশে বিপুল সংখ্যক সংখ্যালঘুদের আনা হবে। তাদের চাকরি দেওয়া হবে এবং তাদের জন্য বাড়ি তৈরি করা হবে। বিজেপি আমাদের সন্তানদের চাকরি দিতে পারে না কিন্তু তারা পাকিস্তানের সংখ্যালঘুদের চাকরি দিতে চায়। আমাদের অনেকে আজও গৃহহীন কিন্তু বিজেপি পাকিস্তান থেকে আসা লোকদের এখানে স্থায়ি বাসস্থান দিতে চায়। ভারত সরকারের অর্থ দেশের উন্নয়নের বদলে ব্যবহার করা হবে পাকিস্তানিদের বসতি স্থাপনের উদ্দেশ্যে'।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, সরকারের উচিত সবার আগে কর্মসংস্থানের ব্যবস্থা করা। কিন্তু সরকার আশপাশের দেশের লোকজনকে ভারতে আনতে চায়। কেজরিওয়াল আরও বলেন,'বিজেপি যদি বিগত দশ বছর ধরে কিছু কাজ করত তবে তাহলে ভোটের আগে সিএএ কার্যকর করতে হত না'।

আরও পড়ুন : < TMC: মমতার ভাই দিল্লিতে, তৃণমূলের বিরুদ্ধেই নির্দল প্রার্থী হওয়ার গর্জন! আদৌ বর্ষাবেন তো? >

ভারতীয় শিশুদের অধিকার ও কর্মসংস্থান কেড়ে নেওয়া হবে
কেজরিওয়াল এদিন সরকারকে নিশানা করে বলেন, 'সিএএ-এর ভারতীয়দের অধিকার ও কর্মসংস্থান হরণ করা হবে। আমাদের ন্যায্য বাড়ি এবং আমাদের ন্যায্য অর্থ পাকিস্তান ও বাংলাদেশ থেকে আগত মানুষের জন্য ব্যয় করা হবে। কেজরিওয়াল বলেছিলেন যে CAA-র কারণে সবচেয়ে বেশি ক্ষতি হতে চলেছে উত্তর-পূর্ব রাজ্যগুলির মানুষজনরা'।

ভোটব্যাঙ্ক বাড়ানো লক্ষ্য

কেজরিওয়াল অভিযোগ করেছেন 'বিজেপি কোটি কোটি মানুষকে ভারতে এনে তাদের ভোটব্যাঙ্ক বাড়াতে চায়। তারা বেছে বেছে ভারতের এমন জায়গায় বসতি স্থাপন করবে যেখানে বিজেপির ভোটব্যাঙ্ক কম। এমন জায়গায় বিজেপি তাদের কট্টর ভোটার তৈরি করতে চায়'।

বিজেপির প্রতিক্রিয়া

কেজরিওয়ালের এই মন্তব্যের পরই বিজেপি নেতা বরিশঙ্কর প্রসাদ বলেছেন, "সিএএ নাগরিকত্ব দেওয়ার জন্য এবং এর ফলে কারুর চাকরি বা নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিটিও স্পষ্ট করে দিয়েছে যে ভারতীয় মুসলমানদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই, সিএএ সম্পর্কে মিথ্যা বলা বন্ধ করুন,"। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা সিএএ নিয়ে কেজরিওয়ালের মন্তব্য প্রসঙ্গে বলেন, এটি তার "ঘৃণ্য মানসিকতার" প্রতিফলন।

bjp caa Kejriwal
Advertisment