scorecardresearch

কেষ্টকে সিবিআই তলব: ‘একবার গেলেই বারবার যেতে ইচ্ছে করবে’, কটাক্ষ সুকান্তর

বীরভূম জেলা তৃণমূল সভাপতি কী ষষ্ঠবারের তলবে হাজিরা দেবেন? এই জল্পনা যখন তুঙ্গে তখনই কষ্টর চিনার পার্কের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই আধিকারিক।

sukanta majumder on cbi summons to anubrata mondal
অনুব্রত মণ্ডল, সুকান্ত মজুমদার।

এ দিনের ডেডলাইন পেরিয়ে গিয়েছে। গরু পাচারকাণ্ডে সিবিআই তলব পেয়েও নিজাম প্যালেসে হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। বীরভূম জেলা তৃণমূল সভাপতি কী ষষ্ঠবারের তলবে হাজিরা দেবেন? এই জল্পনা যখন তুঙ্গে তখনই কেষ্টর চিনার পার্কের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই আধিকারিক। সিবিআইয়ের তরফে এ দিন আরও একটি নোটিস অনুব্রত মণ্ডলকে দেওয়া হয়েছে। রবিবার সাড়ে ১১টায় তাঁকে ফের তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে। ভোট পরবর্তী হিংসা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এই দোর্দদণ্ডপ্রাপ এই তৃণমূল নেতাকে।

আগামিকাল কী হাজিরা দেবেন শুক্রবার এসএসকেএম থেকে ছাড়া পাওয়া অসুস্থ অনুব্রত? এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি বলেছেন, ‘ওনার যাওয়া উচিত। বিভিন্ন অজুহাতে উনি উডবার্নে ভর্তি হচ্ছেন। ওনার রোগ নিয়ে লোকে যা সব বলছে তাতে মনে হয় ওনারও সম্মানে লাগে। স্বাভািকভাবেই আর কত অছিলা দেবেন? তার থেকে ওনার সিবিআই-এর সম্মুখীন হওয়া দরকার। উনি কত পেয়েছেন, অন্যরা কত পেয়েছে সব বলে দেওয়াই উচিত। একবার গেলেই তো হল। একবার গেলে ভয় কেটে যাবে, তখন বারাবার যেতে ইচ্ছে করবে।’

আরও পড়ুন- CBI-এর জোড়া নোটিস অনুব্রতকে, গরু পাচারকাণ্ডের তদন্তে আজ হাজিরার সময় অতিক্রান্ত

সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, ‘সিবিআই বাড়ির পাঁচিল টপকে চিদাম্বরমকে ধরতে পারল, আর অনুব্রকে পারছে না। এটা কী বিশ্বাসযোগ্য? তবে ওঁকে ধরাটা তদন্তের স্বার্থে প্রয়োজন। তাহলেই বোঝা যাবে কে কত বখরা ও পাচারের টাকা পেয়েছে।’

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Bengali App.

Web Title: Sukanta majumder on cbi summons to anubrata mondal