Advertisment

অন্তর্দ্বন্দ্ব রুখে দিল কংগ্রেস, হিমাচলে শপথ নতুন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

সিমলার ঐতিহাসিক রিজ মাঠে খোলা আকাশের নীচে বেলা দেড়টা নাগাদ শপথবাক্য পাঠ করলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sukhwinder Singh Sukhu 1

দলের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ীই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন কংগ্রেসের সুখবিন্দর সিং সুখু। তিনি রাজ্যের ১৫তম মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন মুকেশ অগ্নিহোত্রী। রবিবার ৫৮ বছর বয়সি সুখুকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান হিমাচল প্রদেশের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। হিমাচল প্রদেশের রাজধানী সিমলার ঐতিহাসিক রিজ মাঠে খোলা আকাশের নীচে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান।

Advertisment

অতীতে সুখু হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলেছেন। রবিবার বেলা দেড়টা নাগাদ তিনি শপথবাক্য পাঠ করেন। দিন দুই আগেই এই পার্বত্য রাজ্যে বিজেপির থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে কংগ্রেস। নির্বাচনে বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডার রাজ্যে গেরুয়া শিবিরকে ঠেলে দিয়েছে খাদের ধারে। ৬৮ আসনের বিধানসভায় কংগ্রেস জিতে নিয়েছে ৪০টি আসন। এই নির্বাচনে সুখু ছিলেন দলের নির্বাচনী কমিটির প্রধান। তবে, মহারাষ্ট্র-সহ অন্যান্য বেশ কয়েকটি রাজ্যে বিজেপি বিরোধীদের বিধায়কদের সঙ্গে নিয়ে ক্ষমতা দখল করেছে। হিমাচল প্রদেশে যাতে সেটা না-হয়, সেজন্য প্রথম থেকে সতর্ক ছিলেন কংগ্রেস নেতৃত্ব।

নির্বাচনের আগে থেকেই সুখুর নাম মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছিলেন তাঁর অনুগামীরা। কিন্তু, মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রী, হিমাচল প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রতিভা সিং-সহ একাধিক নেতার নাম উঠে এসেছিল। শনিবার দলীয় বৈঠকে তাই এই নিয়ে বিবাদ যাতে মাথাচাড়া না-দেয়, সেজন্য গোড়া থেকেই সতর্ক ছিলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস বিধায়কদলের বৈঠকে সুখুর নাম যেমন মুখ্যমন্ত্রী পদের জন্য গৃহীত হয়। তেমনই উপমুখ্যমন্ত্রী হিসেবে গৃহীত হয় সদ্যপ্রাক্তন বিরোধী দলনেতা মুকেশ অগ্নিহোত্রীর নামও। বৈঠকে কংগ্রেস হাইকমান্ডের তরফে হিমাচলপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত রাজীব শুক্লাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- ‘টেট বানচালের চেষ্টা’, পরীক্ষা চলাকালীনই মারাত্মক অভিযোগে শোরগোল ফেললেন খোদ শিক্ষামন্ত্রী

ছাত্র রাজনীতি থেকে মূল রাজনীতিতে উঠে এসেছেন হিমাচল প্রদেশের নয়া মুখ্যমন্ত্রী। আইনের স্নাতক সুখবিন্দর সিং সুখু দলীয় কর্মীদের কাছে রীতিমতো জনপ্রিয় এক নাম। সেই কথা মাথায় রেখেই তাঁকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। রবিবার শপথগ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের প্রবীণ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢড়া, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা, হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা-সহ অন্যান্য নেতৃত্ব। শপথগ্রহণের পর সুখু এক সৎ এবং স্বচ্ছ সরকার চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

Read full story in English

Himachal Pradesh CM Swearing in
Advertisment