Advertisment

'সুপার ইর্মাজেন্সি' চলছে দেশে, গণতন্ত্র রক্ষার ডাক মমতার

'আন্তর্জাতিক গণতন্ত্র দিবস'কে সামনে রেখে ফের একবার নাম না করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'সুপার ইর্মাজেন্সি' চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee

কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা

গণতন্ত্র রক্ষার দাবিতে সরব মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশে 'সুপার ইর্মাজেন্সি' চলছে বলে টুইটে দাবি করলেন তিনি। সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করতে দেশবাসীকে প্রয়োজনীয় পদক্ষেপ করার আহ্বানও জানান মুখ্যমন্ত্রী।

Advertisment

রবিবার ছিল আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এপ্রসঙ্গেই তৃণমূল নেত্রী টুইটে লেখেন, ''আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আসুন আমরা সকলে আমাদের দেশের সাংবিধানিক পরিকাঠামোকে অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার করি। এই 'সুপার এমারজেন্সি'-র জমানায় মানুষের সাংবিধানিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য যা যা করতে হবে আমরা তা অবশ্যই করব।''

আরও পড়ুন:  বারাসত আদালতে আগাম জামিনের আবেদন রাজীব কুমারের

এর আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হিন্দি মন্তব্যের বিরোধীতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈচিত্রের মধ্যে এক্যই ভারতের সংস্কৃতি। সেই বিষয়টিকে বাঁচিয়ে সব ভাষাকেই সমান গুরুত্ব দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি। তারপর রবিবার, 'আন্তর্জাতিক গণতন্ত্র দিবস'কে সামনে রেখে ফের একবার নাম না করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরই তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের নানান সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, দেশে গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতা, কর্মীদের ভয় দেখাতে। দেশে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে।

গনতন্ত্র নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবশ্য তোপ দেগেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। তাঁর কথায়, 'বাংলার অরাজক পরিস্থিতির জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি প্রশাসনকে কাজে লাগিয়ে রাজ্যের মানুষের অধিকার সবচেয়ে বেশি হরণ করা হচ্ছে পশ্চিমবঙ্গে। একাধিক বিজেপি কর্মীকে খুন করা হয়েছে। কিন্তু,বেশিরভাগ ক্ষেত্রেই দুষ্কৃতীকে গ্রেফতার করা হচ্ছে না।' মুকুল রায়ের দাবি, বাংলা এত 'অযোগ্য মুখ্যমন্ত্রী' এর আগে দেখেনি।

Read the full story in English

Mamata Banerjee bjp
Advertisment