Advertisment

Supreme Court-Arvind Kejriwal: অন্তর্বর্তীকালীন ত্রাণ নিয়ে কেজরির আবেদনে সায় শীর্ষ আদালতের, ইন্ডিয়া জোটে খুশির হাওয়া

Supreme court: এই মামলায় ইতিমধ্যে অন্যতম অভিযুক্ত তথা 'সুবিধাভোগী' আপ নেতা সঞ্জয় সিং জামিন পেয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kejriwal, SC

Kejriwal-SC: অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

Interim bail to Arvind Kejriwal: ভোটের আগেই কেন গ্রেফতারি? আগেই সেই প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। এবার শুক্রবার কেজরিওয়াল-মামলায় সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বতী জামিনের আবেদন শুনতে রাজি হল। শীর্ষ আদালত জানিয়েছে, লোকসভা নির্বাচন থাকায় কেজরির জামিনের আবেদন দ্রুত শোনা হবে। আগামী ৭মে এই মামলার শুনানি হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ শুক্রবার জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ ৭ মে দিল্লির মুখ্যমন্ত্রীর অন্তর্বর্তীকালীন জামিনের বিষয়ে শুনানি হবে।

Advertisment

দিল্লি আবগারি নীতি মামলায় কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে বারে বারে সুর চড়িয়েছে আপ। সেই সঙ্গে ইডি-সিবিআই এবং অন্যান্য কেন্দ্রীয় এজেন্সিকে নিশানা করেছে বিরোধী, ইন্ডিয়া জোট। একইসঙ্গে কেজরিওয়ালের গ্রেফতারিকে অবৈধ বলেও আদালতে সরব হয়েছেন তাঁর আইনজীবী। তারই মধ্যে শুক্রবারের এই রায়। তা দিল্লির মুখ্যমন্ত্রীর জন্য যে কিছুটা হলেও স্বস্তি নিয়ে এল, তা আর বলার অপেক্ষা রাখে না। একইভাবে ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও ব্যাপারটা সমানভাবে সত্যি। কারণ, ইন্ডিয়া জোটে কেজরিওয়াল রীতিমতো এক বড়মাপের মাথা।

লোকসভা ভোটের সময় তাঁর গারদের পিছনে থাকা নিয়ে স্বভাবতই দুশ্চিন্তায় ছিলেন ইন্ডিয়া জোটের নেতৃত্ব। বিরোধীরা বারবার অভিযোগ করেছেন, কেন্দ্রীয় এজেন্সিকে মোদী সরকার হাতের পুতুলের মত ব্যবহার করছে। এজেন্সিকে দিয়ে ইচ্ছেমত যা খুশি করাচ্ছে। আর, তার জেরে বিরোধীরা হেনস্তা হচ্ছেন। লোকসভা নির্বাচনের মধ্যেও সেই প্রচেষ্টা অব্যাহত বলেই অভিযোগ করেছেন বিরোধীরা।

আরও পড়ুন- মন্দিরভূমি বাংলা! এখানকার পাঁচ মন্দির, যেখানে বছরের কোনওসময় ভিড় কমে না

শুক্রবার আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তরফে উপস্থিত ছিলেন অতিরিক্ত সলিসিটার জেনারেল এসভি রাজু। তাঁকে আদালত বলেছে, 'আমরা জামিন মঞ্জুর করতে পারি। আবার না-ও পারি। এই অন্তর্বর্তী জামিনের বিষয়ে আবেদনের প্রেক্ষিতে আমরা আপনাদের বক্তব্যও শুনব। তবে, সেটা মঙ্গলবার।' এই মামলায় ইতিমধ্যে অন্যতম অভিযুক্ত তথা 'সুবিধাভোগী' আপ নেতা সঞ্জয় সিং জামিন পেয়েছেন। তাঁরও বিরুদ্ধে কেজরিওয়ালের মতই পিএমএলএ বা তহবিল তছরুপ আইনে মামলা করা হয়েছিল।

Arvind Kejriwal AAP bail Arrest
Advertisment