Advertisment

Hemant Soren: শীর্ষ আদালতেও এবার বিরাট স্বস্তি হেমন্ত সোরেনের, ইডির আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

২৮শে জুন, যখন হেমন্ত সোরেনকে রাঁচি হাইকোর্ট জামিন দেয়, তদন্তকারী সংস্থা ইডি সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে।

author-image
IE Bangla Web Desk
New Update
Hemant Soren was arrested on January 31 this year by the Enforcement Directorate (ED) in an alleged land grab case. (Photo: Hemant Soren/ X)

হেমন্ত সোরেনকে 31শে জানুয়ারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একটি জমি দখলের মামলায় গ্রেপ্তার করেছিল। (ছবি: হেমন্ত সরেন/এক্স)

Hemant Soren: সুপ্রিম কোর্ট থেকে হেমন্ত সোরেনকে স্বস্তি, আর্থিক তছরুপ মামলায় জামিন বহাল।

Advertisment

সুপ্রিম কোর্ট থেকে বিরাট স্বস্তি পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। জমি কেলেঙ্কারি সংক্রান্ত আর্থিক তছরুপ মামলায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে স্বস্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। হেমন্ত সোরেনের জামিন বহাল রেখেছে শীর্ষ আদালত । ২৮ শে জুন, যখন হেমন্ত সোরেনকে রাঁচি হাইকোর্ট জামিন দেয়, তদন্তকারী সংস্থা ইডি সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে। এই আবেদনের শুনানিকালে হাইকোর্টের জামিনের সিদ্ধান্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করার জন্য ইডির আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। গত ২৮ জুন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিছু শর্ত সাপেক্ষে হেমন্ত সোরেনের জামিন মঞ্জুর করে। হাইকোর্ট তার রায়ে বলেছিল, এই পুরো বিষয়টিই সম্ভাবনার ভিত্তিতে। এই ক্ষেত্রে, ৮.৮৬ একর জমির দখলে হেমন্ত সোরেনের সরাসরি কোনও ভূমিকা রয়েছে এমন কোনও সুনির্দিষ্ট প্রমাণ ইডি আদালতে উপস্থাপন করতে পারেনি। যার ভিত্তিতে সোরেন কোনো 'অপরাধ' করেছেন বলেও প্রমাণিত হয়নি। হাইকোর্টের এই আদেশকে চ্যালেঞ্জ করে হেমন্ত সোরেনের জামিন বাতিলের দাবি জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন - < Jairam Ramesh Attacks PM Modi: মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বীরেন সিংয়ের, মোদীকে খোঁচা কংগ্রেসের >

হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরে, হেমন্ত সোরেন ২৮ শে জুন সন্ধ্যায় রাঁচির বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন এবং এর পরে সপ্তম দিনে তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। এর আগে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি আর্থিক তছরুপ মামলায় ৩১ জানুয়ারি তাকে গ্রেফতার করেছিল ইডি। পাঁচ মাস জেলে ছিলেন। গ্রেফতারের আগেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন।

supreme court Hemant Soren
Advertisment