Advertisment

রাফালে রায়: কোন পক্ষের কী মত?

"শুধুমাত্র ক্ষমতায় থাকা সরকারের দাবির ওপর ভিত্তি করে রায় দিল সুপ্রিম কোর্ট"। সুপ্রিম কোর্টের রায়ে কিছু তথ্যগত ভুল রয়েছে বলেও জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাফালে যুদ্ধবিমান কেনার প্রক্রিয়ায় সন্তুষ্ট আদালত। এই নিয়ে আর হস্তক্ষেপ করবে না আদালত, শুক্রবার সে কথা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আদালতের রায় ঘোষণার পর থেকেই কংগ্রেসেকে তীরবিদ্ধ করতে শুরু করেছে বিজেপি। মাস খানেক আগেও রাফালে চুক্তিকে 'মোদী-আম্বানি জুটি'র তকমা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি-সহ সমগ্র কংগ্রেস। সুপ্রিম রায়ে স্বস্তি পাওয়ার পাশাপাশি শুক্রবার দিনভর কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়ল না বিজেপি।

Advertisment

মামলাকারীদের দাবি ছিল, ইউপিএ সরকারের জমানার চেয়ে অনেক বেশি দামে ফরাসী যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা ডসাল্ট-এর কাছ থেকে বিমান কেনার চুক্তি করেছে বর্তমানে ক্ষমতায় থাকা এনডিএ সরকার। কিন্তু এই আবেদন আজ খারিজ হয়ে গেল।

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে গঠিত তিন বিচারপতির বেঞ্চ জানাল, রাফাল যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে কেন্দ্রের চুক্তি প্রক্রিয়ায় আদালত সন্তুষ্ট। এই চুক্তিতে কোনো রকম হস্তক্ষেপ করতে চায়না বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত।

রাফালে চুক্তির প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবেদন করেছিলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। শুক্রবারের রায়ে অসন্তুষ্ট প্রশান্ত ভূষণের প্রতিক্রিয়া, "শীর্ষ আদালতের রায়ের সঙ্গে সহমত নই আমরা। এই রায় পুনর্বিবেচনার আবেদন করা যায় কিনা, দেখছি"। রায়ের বিরুদ্ধে একের পর এক টুইট করতে থাকেন আবেদনকারী আইনজীবী। টুইটে লেখেন, "এই প্রথম নয়,  শীর্ষ আদালত উচ্চ স্তরের কোনো দুর্নীতিতে তদন্তের নির্দেশ দিল না, এই ঘটনা আগেও ঘটেছে। বিড়লা/সাহারা কাণ্ডেও এই একই ঘটনা ঘটেছে"।



তিনি টুইট করেছেন, "শুধুমাত্র ক্ষমতায় থাকা সরকারের দাবির ওপর ভিত্তি করে রায় দিল সুপ্রিম কোর্ট"। সুপ্রিম কোর্টের রায়ে কিছু তথ্যগত ভুল রয়েছে বলেও জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।



রায় প্রসঙ্গে সরাসরি কিছু না বলে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে বললেন, "আমাদের মূল দাবি ছিল চুক্তি প্রক্রিয়া নিয়ে তদন্তের জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, প্রক্রিয়া নিয়ে হস্তক্ষেপ করবে না। একটি জনস্বার্থ মামলার এমন রায় দিল আদালত, যা অসম্পূর্ণ"।

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “সারা বিশ্বের কাছে ভারতের ভাবমূর্তি নষ্ট করেছে কংগ্রেস। এখন সংসদের তথা সারা দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত ওঁদের। ওঁরা ভেবেছিল, ‘আমরা তো নিজেরা ডুবেই আছি, তোমাদেরকেও ডোবাবো’ ।” কেন্দ্রীয় মন্ত্রী রাফালে প্রসঙ্গে আরও বলেন, “প্রথম থেকেই বিষয়টি স্বচ্ছ ছিল। রাজনৈতিক সুবিধা পেতে কংগ্রেস এতদিন ভিত্তিহীন অভিযোগ করছিল”। বিজেপি সভাপতি অমিত শাহ টুইট করে জানিয়েছেন, “কংগ্রেসের অপপ্রচার এবার প্রকাশ্যে এসে গেল”।

রাফালে চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পরই বিজেপি মুখপাত্র শাহনয়াজ হুসেন কংগ্রেসকে কটাক্ষ করে  বলেছেন, “সব চুক্তি বফর্স চুক্তি না। জাতীয় নিরাপত্তার মূল্যে যে কোনো চুক্তি থেকে টাকা খাওয়া কংগ্রেসের ঐতিহ্য”।

শিবসেনার সঞ্জয় রাউত অবশ্য শীর্ষ আদালতের রায়কে সমর্থন জানিয়ে বলেছেন, "সুপ্রিম কোর্ট ভুল কিছু বলেনি। রাফালের দাম নিয়ে মতামত দেওয়া শীর্ষ আদালতের কাজের মধ্যে পড়ে না"।

তৃণমূলের তথাগত রায়ের প্রতিক্রিয়া, "সুপ্রিম কোর্টের যা ঠিক মনে হয়েছে, সেই রায় দিয়েছে, কিন্তু বিরোধীদের সবাই চাইছেন তদন্তের জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তৈরি করা হোক"।

Read the full story in English

Advertisment