Advertisment

ED-র সমনকে চ্যালেঞ্জ, অভিষেকের মামলার জরুরি শুনানির আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court rejects request for urgent hearing in Abhishek Banerjee's case to challenge ED summons

ইডির দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কয়লা পাচার কাণ্ডে দিল্লিতে ইডি দফতরে হাজিরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যেপাধ্যায়ের। কেন্দ্রীয় সংস্থার তলব পেয়ে রবিবারই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন অভিষেক। আজ বেলা এগারোটা নাগাদ ইডি-র দফতরে হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে, ইডি-র এই সমনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা। তবে অভিষেকদের জরুরি শুনানির আবেদন এদিন ফিরিয়ে দিয়েছে শীর্ষ আদালত।

Advertisment

কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। সিবিআই ও ইডি কেন্দ্রের দুই সংস্থাই এই দুর্নীতির তদন্ত চালাচ্ছে। সমন পাঠিয়ে সস্ত্রীক অভিষেককে সোমবার দিল্লিতে ইডির সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। গতকালই ইডির এই সমনকে রাজনৈতিক প্রতিহিংসা বলে তোপ দেগেছিলেন অভিষেক।

কেন্দ্রীয় এজেন্সিগুলির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সাংসদ। রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অভিষেক বলেছিলেনন, “কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে আমি আত্মসমর্পণ করব না, মাথা নত করব না। যাঁদের বিরুদ্ধে প্রমাণ আছে, কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁরাই আজ বিজেপির বড় নেতা। তাঁদের সিবিআই-ইডি ডাকে না। তখন ওঁদের চোখে ছানি পড়ে যাচ্ছে। এই কারণেই তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে।”

আরও পড়ুন- ‘বাংলায় হেরেছে বলেই গায়ে জ্বালা’, ইডি-র তলবে দিল্লি যাওয়ার আগে বিজেপিকে তোপ অভিষেকের

এদিকে, গতকালই অভিষেক জানিয়েছিলেন দিল্লি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যাবেন। এদিন ইডির সমমনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যেপাধ্যায়। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন তাঁরা। তবে আদালত এদিন অভিষেকদের সেই দাবিকে মান্যতা দেয়নি।

কয়লা কাণ্ডে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, বিপুল অঙ্কের সেই টাকার লেনদেনে যোগ রয়েছে প্রভাবশালী বেশ কয়েকজনের। কয়লাকাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে যোগাযোগ ছিল অভিষেকের। তাই মামলায় অভিষেকের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। সূত্র মারফত জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বয়ান রেকর্ড করা হবে।

supreme court abhishek banerjee ED Coal Smuggling
Advertisment