ব্যবধান ৯ বছরের। সুপ্রিম কোর্টের অনুমতিক্রমে গড়বেতায় নিজের গড়ে ফিরলেন সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। সুশান্ত ঘোষের ঘরে ফেরা উপলক্ষে কর্মী, সমর্থকদের মধ্যে উত্সাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। লাল পতাকায় মুড়ে ফেলা হয়েছিল চারদিক।
গড়বেতায় দাঁড়িয়ে এদিন সুশান্ত ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেন, 'যাঁরা অপরাধ করেছিলেন তাঁরাই আজ শাসক দলে। জানি রাজনীতি করলে জেলে যেতে হয়। কিন্তু মানুষের ভালবাসা রয়েছে, তাই শেষ পর্যন্ত লড়ে যাব।'
বিজেপি ও তৃণমূলকে একই পংক্তিতে বসালেও সিপিএম নেতা সুশান্তের দাবি, 'বিজেপি তৃণমূলের থেকেও ভয়ঙ্কর। আরও ১০০ গুণ খারাপ দল। তাই সাবধান তৃণমূলের বিকল্প বিজেপি নয়- বাম পতাকাই মেহনতি মানুষের একমাত্র বিকল্প।'
সুপ্রিম কোর্টের রায়ের পরই সুশান্ত ঘোষ বলেছিলেন, 'কঙ্কাল কোথায় কীভাবে এল তার সবই জানতে পারবেন রাজ্যবাসী।' আজও তারই প্রতিধ্বনি শোনা গেলব তাঁর গলায়।
কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। জামিন পেলেও আদালতের নির্দেশে জেলায় ঢোকার অনুমতি পাননি তিনি। ফলে এতদিন নিজের কেন্দ্র গড়বেতাতেও যেতে পারেননি। তবে সুপ্রিমকোর্টের রায়ে স্বস্তি মিলেছে। নিষেধাজ্ঞা উঠেছে। গড়বেতায় ফেরা নিশ্চিত হতেই সুশাল ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ফের লাল পতাকা হাতেই মাঠে নামবেন। দল যা নির্দেশ দেবে, তা পালন করবেন।
সুশান্ত ঘোষের 'ঘরে ফেরা' উপলক্ষে এদিন বিজেপি রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, 'ফিরে আসুন। মানুষের কাছে ক্ষমা চেয়ে নিন। নতুন করে উন্নয়নের রাজনীতি করুন।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন