Advertisment

Parivarvaad: পরিবারবাদের অভিযোগে সরব বিরোধীরা, তবুও সুষমার কন্যাকেই টিকিট বিজেপির

Bansuri Swaraj: বাঁসুরি স্বরাজ নতুন দিল্লি থেকে প্রার্থী হতে চলেছেন। তিনি বর্তমান সাংসদ এবং মন্ত্রী মীনাক্ষী লেখির জায়গায় প্রার্থী হবেন। বিষয়টি মানতে পারছেন না লেখির সমর্থকরা। তাঁরা মনে করছেন, বিজেপি এটা ভুল করল। সেটা পরবর্তী সময়ে বুঝতেও পারবে।

author-image
IE Bangla Web Desk
New Update
sushma swaraj daughter, BJP

Sushma Swaraj daughter-BJP: প্রয়াত বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কন্যা এবং পার্টির দিল্লির সম্পাদক বাঁসুরি স্বরাজকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে বিজেপি। (পিটিআই ছবি)

Bansuri Swaraj, daughter of former Union minister late Sushma Swaraj: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি স্বরাজকে নতুন দিল্লি লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। যার জেরে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজেপি শুধু মুখেই পরিবারবাদের বিরোধিতা করে। কিন্তু, নিজের বেলায় বিজেপি কোনও আদর্শবাদী আচরণ পালন করে না। বিরোধীদের অভিযোগ, বাঁসুরিকে প্রার্থী করা নিয়ে যখন সর্বত্র তোলপাড়, তখন চুপ করে বসে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী চুপ করে থাকায় এখন বিজেপির নেতা-নেত্রীরা বলতে বাধ্য হচ্ছেন যে, বাঁসুরি প্রার্থী হলে জিততে পারেন। আর, সেই কারণেই তাঁকে প্রার্থী করা হয়েছে। অথচ, এই প্রার্থী বাছাইয়ে মোদীই অন্যতম মাথা। তাঁর নেতৃত্বেই বিজেপি এবারও লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখানে কাদের প্রার্থী করা হবে, তা ঠিক করেছে বিজেপির শীর্ষ কমিটি। সেই শীর্ষ কমিটিরই অংশ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisment

বিরোধীদের তরফে আম আদমি পার্টি (এএপি)-র প্রবীণ নেতা এবং দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, বাঁসুরির মনোনয়নকে 'পরিবারবাদের জ্বলন্ত উদাহরণ' হিসেবে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এই আসনটি বর্তমান সাংসদ ও বিদেশ এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির আসন। তাঁকে বাদ দিয়েই বাঁসুরি স্বরাজকে দিল্লি লোকসভা আসনে প্রার্থী করেছে বিজেপি। এনিয়ে বিজেপির অভ্যন্তরেও কোন্দল অব্যাহত বলেই দাবি করেছেন, আপ নেতা। এই প্রসঙ্গে ভরদ্বাজ বলেন, 'বিজেপি পরিবারবাদের বিরুদ্ধে লম্বা-চওড়া ভাষণ দেয়। আজ যদি সুষমা স্বরাজের মেয়েকে টিকিট দেওয়া হয়, তো সেটাও তো পরিবারবাদেরই জ্বলন্ত উদাহরণ। আমাদেরও সুষমাজির প্রতি শ্রদ্ধা আছে। কিন্তু, অন্য দলগুলো যখন তাঁদের নেতাদের আত্মীয়দের টিকিট দেয়, তখন তাহলে বিজেপি পরিবারবাদের নামে এমন চিল-চিৎকার শুরু করে কেন? এতেই স্পষ্ট যে, বিজেপির কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক।'

আরও পড়ুন- শত্রুতার অবসান? দিল্লিতে পালিত হবে পাকিস্তানের জাতীয় দিবস!

শুধু আম আদমি পার্টিই নয়। বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে কংগ্রেসও। পার্টির মুখপাত্র শ্যামা মহম্মদ এক্স (পূর্বের টুইটার)-এ একটি পোস্টে বলেছেন, 'বাঁসুরি স্বরাজকে দিল্লি থেকে টিকিট দেওয়া হল কেন? @narendramodi, এটা পরিবারবাদ ছাড়া আর কী? এবার থেকে আর অন্তত আমাদের দিকে আঙুল তুলবেন না।' সুষমা স্বরাজের কন্যা বাঁসুরির বর্তমান বয়স ৩৯ বছর। পেশায় আইনজীবী বাঁসুরি বর্তমানে দিল্লি বিজেপির সম্পাদক। গত বছরের মার্চে তাঁকে দিল্লি বিজেপির আইনি সেলের সহ-আহ্বায়ক নিযুক্ত করা হয়েছিল। পরে তাঁকে দিল্লির রাজ্য সম্পাদক করা হয়েছে।

bjp Candidate List loksabha election 2024
Advertisment