/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/02/sushma-swaraj.jpg)
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান রবিবার ঘোষণা করেন যে বিজেপি নেত্রী সুষমা স্বরাজের প্রতিনিধিত্বকারী লোকসভা কেন্দ্র বিদিশায় প্রাক্তন মন্ত্রীর একটি মূর্তি স্থাপন করা হবে। রবিবার সুষমা স্বরাজের জন্মবার্ষিকী উপলক্ষে মধ্যপ্রদেশে দলের প্রতিমন্ত্রী ও দলের বর্ষীয়াণ নেতাদের উপস্থিতিতে প্রয়াত বিজেপি নেত্রীর নিজের বাসভবনে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শিবনাথ সিং চৌহান।
সেখানে তিনি জানান যে, “বিদিশার উন্নয়নে সুষমা স্বরাজের অবদান অতুলনীয়। বিদিশার টাউন হলে তাঁর একটি মূর্তি স্থাপন করা হবে” প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানানোর সময় এমনটাই জানান শিবরাজ সিং চৌহান। ২০০৯ ও ২০১৪ সালের লোকসভা ভোটে ভোপাল থেকে প্রায় ৫৮ কিলোমিটার দূরে অবস্থিত বিদিশা থেকে সুষমা স্বরাজ জিতেছিলেন।
आज निवास पर पूर्व विदेश मंत्री और हमारे विदिशा क्षेत्र की पूर्व सांसद स्व. श्रीमती सुषमा स्वराज को पुष्पांजलि अर्पित कर नमन् किया।
विदिशा के विकास में उनका योगदान अतुलनीय है। हमने तय किया है कि विदिशा स्थित टाउन हॉल में श्रद्धेय दीदी की प्रतिमा स्थापित की जाएगी। @governorswarajpic.twitter.com/Ir73gyuQkf— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) February 14, 2021
২০১৯ সালে ৬ অগাস্ট ৬৭ বছর বয়সে মৃত্যু হয় এই দাপুটে নেত্রীর। মধ্যপ্রদেশ বিধানসভার স্পিকার রামেশ্বর শর্মা, রাজ্যের মেডিকেল শিক্ষামন্ত্রী বিশ্বাস সরং এবং বিজেপির অন্যান্য নেতারাও রবিবার সুষমা স্বরাজকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন।
Read the story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন